spot_img

শাহরুখ খানকে খুনের হুমকি, উঠে আসলো চাঞ্চল্যকর তথ্য

অবশ্যই পরুন

বলিউডের তারকাদের টার্গেট করে দেয়া হচ্ছে হত্যার হুমকি। কিছুদিনা গেই সালমানকে হুমকি দেয়া হলো। আর এবার শাহরুখ খানকেও খুনের হুমকি দিলো সন্ত্রাসীরা। হিন্দুস্তান টাইমস বলছে, মুম্বাই পুলিশের ল্যান্ডলাইনে এই হুমকি দেয়া হয়েছে। বলা হয় ৫০ লাখ রুপি না দিলে হত্যা করা হবে কিং খানকে।

অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে তদন্তে মুম্বইয়ের বান্দ্রা পুলিশ। সাইবার সেলও তদন্ত চালাচ্ছে। কোথা থেকে এসেছিল সেই ফোন, তা খুঁজে বার করা হচ্ছে। এরই মধ্যে  মুম্বই পুলিশ জানিয়েছে  হুমকির বার্তা এসেছে ছত্তীসগঢ় থেকে। মুম্বই পুলিশের একটি দল পৌঁছে গিয়েছে সেখানে। ফয়জান খান নামে এক ব্যক্তির তল্লাশি শুরু হয়েছে। ফোন নম্বরটি এখনও পর্যন্ত সক্রিয় আছে বলে জানা গিয়েছে। টাওয়ার লোকেশন ট্র্যাক করেই অভিযুক্ত অবধি পৌঁছবে মুম্বই পুলিশ।

শাহরুখের মত ঠিক এভাবেই হুমকি দেয়া হয়েছে সালমানকে। যা নিয়ে তদন্ত করছে মুম্বাই পুকিশ। এবার দুই তারকার বিষয়টি তাদের নতুন করে ভাবাচ্ছে। যদিও এ বিষয়টি নিয়ে কিছু বলছেন না শাহরুখ খান।

প্রসঙ্গত, গত বেশ কয়েকদিন ধরে লাগাতার প্রাণনাশের হুমকি পাচ্ছেন সালমান খান। তাকে খুনের হুমকি দিয়েছেন কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই। পাশাপাশি, আরও একাধিক ব্যক্তিকে গ্রেফতার করেছে মুম্বই পুলিশ। কয়েক দশক আগের কৃষ্ণসার হরিণ মামলাকে হাতিয়ার করে সালমান খানকে হুমকি দিয়ে বিষ্ণোই ও তার গ্যাং। প্রাণে বাঁচতে চাইলে অভিনেতাকে ৫ কোটি টাকা মুক্তিপণ দিতে হবে বলে দাবি জানিয়েছে তারা।

সর্বশেষ সংবাদ

এবারও সৌদি আরবই হতে পারে ট্রাম্পের প্রথম রাষ্ট্রীয় সফর

দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম রাষ্ট্রীয় সফরে সৌদি আরবকে বেছে নিতে পারেন ডোনাল্ড ট্রাম্প। প্রথম...

এই বিভাগের অন্যান্য সংবাদ