spot_img

বিভক্ত হলে ষড়যন্ত্রকারীরা সফল হওয়ার পথ খুঁজে পাবে: জামায়াত আমির

অবশ্যই পরুন

দেশের মানুষ ৭ নভেম্বর ও ৫ আগস্টের মতো ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্র সফল হবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, রাজনৈতিক দল ও দেশের মানুষ বিভক্ত হয়ে গেলে ষড়যন্ত্রকারীরা সফল হওয়ার পথ খুঁজে পাবে।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুরে মগবাজারের আল ফালাহ মিলনায়তনে জামায়াতে ইসলামী আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

ডা. শফিকুর রহমান জানান, ৫ আগস্টের আন্দোলনকে পূর্ণতা দিতে কাজ করতে হবে। এজন্য রাজনীতিবিদদের কথা ও কাজের মিল থাকতে হবে।

জামায়াত আমীর বলেন, দেশের একজন প্রধানমন্ত্রী দুর্নীতিগ্রস্ত হলে তার অনুসারীরা দুর্নীতিগ্রস্ত হবেন এটাই স্বাভাবিক। তাই দেশ গঠনের প্রথম কাজ হিসেবে দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিতে রাজনীতিবিদদের প্রতি আহ্বান জানান তিনি।

আরও বলেন, বৈষম্যহীন দেশ গড়তে মেধা ও যোগ্যতা কে গুরুত্ব দিতে হবে। পিলখানা হত্যাকাণ্ডের সঠিক বিচার না করে ভুক্তভোগী পরিবারগুলোর সাথে অন্যায় করা হয়েছে বলেও মন্তব্য করেন জামায়াত আমীর।

সর্বশেষ সংবাদ

সহজ ম্যাচ কঠিন করে ৪ উইকেটের জয় পেল বাংলাদেশ

শারজায় সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আফগানিস্তানকে ৪ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। মোহাম্মদ নাবি ও রহমানউল্লাহ গুরবাজের ব্যাটিংয়ে বাংলাদেশ দলকে ১৫২ রানের...

এই বিভাগের অন্যান্য সংবাদ