spot_img

দল ও দেশের জন্য কাজ করবো: কমালা হ্যারিস

অবশ্যই পরুন

নির্বাচনে হারলেও হাল না ছাড়ার কথা জানিয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী কমালা হ্যারিস। তিনি বলেন, নির্বাচনের ফল আশানুরূপ না হলেও দেশ ও দলের জন্য কাজ করবেন। লড়াই করে যাবেন নারী অধিকার রক্ষা এবং অস্ত্র সহিংসতার বিরুদ্ধে।

বুধবার (৬ নভেম্বর) স্থানীয় সময় রাত ৯টায় ওয়াশিংটনের হাওয়ার্ড ইউনিভার্সিটির মঞ্চে তিনি ভাষণ দেন। সেসময় তার সঙ্গে ছিলেন স্বামী ডগ এমহফ। খবর রয়টার্সের।

ডেমোক্র্যাট সমর্থকদের প্রতি হতাশ না হওয়ার আহ্বান জানিয়ে কমালা হ্যারিস বলেন, এটা হাত গুটিয়ে নেয়ার সময় নয়। বরং হাতা গুটিয়ে কাজে নেমে পড়ার সময়। স্বাধীনতা, ন্যায় বিচার ও ভবিষ্যতের স্বার্থে সংগঠিত হওয়ার, এগিয়ে যাওয়ার সময়।

তিনি আরও বলেন– আমি জানি, অনেকে ভাবছেন, আমরা অন্ধকার সময়ে প্রবেশ করছি। তবে আমাদের সবার স্বার্থে আশা করছি, তা হবে না। তেমনটি হলে আমেরিকার কোটি কোটি মেধাবীরা তাদের আশাবাদ, বিশ্বাস, সত্য আর সেবার আলোয় আকাশ আলোকিত করবে বলেও মন্তব্য করেন তিনি।

উল্লেখ্য, মার্কিন যুক্তরাষ্ট্রের চিরাচরিত নিয়ম অনু্যায়ী নভেম্বরের প্রথম মঙ্গলবার অনুষ্ঠিত হয় দেশটির প্রেসিডেন্ট নির্বাচন। সেইসাথে পরের বছরের জানুয়ারি মাসের ২০ তারিখে শপথ নেন দেশটির নির্বাচিত প্রেসিডেন্ট। তাই নিয়ম অনুযায়ী ২০২৫ সালের ২০ জানুয়ারি ওয়াশিংটন ডিসির ক্যাপিটল ভবনে মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৭তম ও নিজের শেষ মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প।

সর্বশেষ সংবাদ

বিভক্ত হলে ষড়যন্ত্রকারীরা সফল হওয়ার পথ খুঁজে পাবে: জামায়াত আমির

দেশের মানুষ ৭ নভেম্বর ও ৫ আগস্টের মতো ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্র সফল হবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে...

এই বিভাগের অন্যান্য সংবাদ