spot_img

সমাবেশে ‘ফাটাকেষ্টগিরি’ দেখাতে গিয়ে মামলার শিকার মিঠুন

অবশ্যই পরুন

বিজেপি নেতা এবং অভিনেতা মিঠুন চক্রবর্তীকে নিয়ে নতুন বিতর্ক সৃষ্টি হয়েছে। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে এক রাজনৈতিক সভায় সাম্প্রদায়িক উসকানিমূলক মন্তব্য করার জন্য মিঠুনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

কোলকাতায় গত সোমবার বৌবাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়, যেখানে মিঠুনের মন্তব্যের জেরে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আবেদন জানানো হয়।

এফআইআর-এ উল্লেখ করা হয়, মিঠুন চক্রবর্তী বিজেপির সভায় বক্তব্য দেওয়ার সময় একাধিক বিতর্কিত মন্তব্য করেন। তিনি বলেন, ‘আমি স্বরাষ্ট্রমন্ত্রী সামনেই বলছি, যা করতে হয় সব করব।’ এরপর, তিনি এক স্থানীয় নেতার মন্তব্যের প্রসঙ্গ তুলে বলেন, ‘৭০ শতাংশ মুসলিম, ৩০ শতাংশ হিন্দু। কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেব।’ এমনকি তিনি মঞ্চ থেকে বলে দেন, ‘ভাগীরথী নদী আমাদের মা, তবে তোমার মাটিতেই তোমাকে পুঁতে দেব।’

এছাড়াও, মিঠুন তার বক্তব্যে রাজনৈতিক কর্মীদের প্রতি সতর্কবার্তা দেন এবং বলেন, ‘আমি বলছি, এমন সদস্য চাই না, যারা টাকা নিয়ে কাজ করেন। এমন করলে তৃণমূলে চলে যান।’ এসব উসকানিমূলক মন্তব্যের জন্য মিঠুনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়।

বিজেপির এই সভায় মিঠুন চক্রবর্তীর বক্তব্যের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্ত শুরু করেছে। যদিও অভিযোগকারীর নাম গোপন রাখা হয়েছে নিরাপত্তার স্বার্থে। তবে বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

সর্বশেষ সংবাদ

‘শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে এই মুহূর্তে ভারতের নতুন কিছু বলার নেই’

শেখ হাসিনাকে ফেরত চেয়ে ঢাকার অনুরোধের বিষয়ে এই মুহূর্তে ভারতের নতুন করে কিছু বলার নেই বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র...

এই বিভাগের অন্যান্য সংবাদ