spot_img

বিশ্বের প্রথম ‘মিস ওয়ার্ল্ড’ খেতাব জয়ী কিকি মারা গেছেন

অবশ্যই পরুন

চলে গেলেন প্রথম ‘মিস ওয়ার্ল্ড’ খেতাব জয়ী সুইডিশ মডেল কিকি হ্যাকানসন। টাইমস অব ইন্ডিয়া থেকে জানা যায়, সোমবার (৪ নভেম্বর) ক্যালিফোর্নিয়ায় নিজ বাড়িতে ঘুমের মধ্যে মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৯৫ বছর। কিকি হ্যাকানসনের পরিবার জানিয়েছেন, বার্ধক্যজনিত কারণেই মারা গিয়েছেন তিনি। ‘মিস ওয়ার্ল্ড’ এর অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের মাধ্যমেও এই ঘোষণা দেওয়া হয়েছে।

সুইডেনে জন্মগ্রহণকারী কিকি হ্যাকানসন ১৯৫১ সালে লন্ডনে অনুষ্ঠিত উদ্বোধনী ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মিস ওয়ার্ল্ডের মুকুট জিতে ইতিহাস গড়েছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতার অফিসিয়াল পেজে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়েছে। অফিসিয়াল পোস্টে লেখা হয়েছে, আমরা কিকির পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি, এই কঠিন সময়ে আমাদের ভালবাসা প্রেরণ করছি এবং প্রার্থনা করছি।

কিকির ছেলে ক্রিস অ্যান্ডারসনও তার মায়ের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। ক্রিস কিকির প্রসঙ্গে বলেন, তিনি ছিলেন একজন বুদ্ধিমান এবং হাস্যরসের মেলবন্ধন মানুষ। উষ্ণতা ও উদারতার জন্য তাকে সবাই চিনতেন।

মিস ওয়ার্ল্ডের চেয়ারওম্যান জুলিয়া মোরলে কিকিকে নিয়ে এবলেন, তিনি একজন সত্যিকারের অগ্রগামী ছিলেন আর  সে কারণেই কিকি প্রথম মিস ওয়ার্ল্ড হিসাবে ইতিহাসে তার জায়গা করে নিয়েছেন। আমরা চিরকাল তাকে আমাদের হৃদয়ে ধারণ করবো।

সর্বশেষ সংবাদ

ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচের তারিখ ও ভেন্যু প্রকাশ

আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি শেষ পর্যন্ত হতে যাচ্ছে হাইব্রিড মডেলে। যদিও এখনো চূড়ান্ত সূচি প্রকাশের অপেক্ষায় রয়েছে ক্রিকেটভক্তরা। যদিও তার...

এই বিভাগের অন্যান্য সংবাদ