spot_img

৫ মেট্রিক টন চালসহ চার পণ্য আমদানির সিদ্ধান্ত

অবশ্যই পরুন

বাজারে মূল্য সহনীয় ও সরবরাহ ঠিক রাখতে চাল, চিনি, সার গম এই চার পণ্যের আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। ৫ লাখ মেট্রিক টন চাল আমদানি করা হবে। এরমধ্যে ৩ লাখ মেট্রিক টন সরকারিভাবে আমদানি হবে বাকি ২ লাখ মেট্রিক টন আসবে বেসরকারিভাবে।

বুধবার সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে চাল আমদানির কথা জানান খাদ্য সচিব মাসুদুর রহমান। তিনি বলেন, ধানের দাম গেলোবারের চেয়ে ২ থেকে ৩ টাকা বেড়ে যাওয়ায় চাল সংগ্রহের দামও এবার বেশি ধরা হয়েছে। দামের তারতম্যের হিসেবে ভারত, মিয়ানমার, ভিয়েতনাম, থাইল্যান্ড এবং ইন্দোনেশিয়া থেকে আসবে এসব চাল। সচিব আরও জানান, চালের বাজার নিয়ন্ত্রণে রাখতে ওএমএস, খাদ্যবান্ধব কর্মসূচির উপর জোর দিচ্ছে সরকার।

এসময় ব্রিফিংয়ে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন বলেন, রমজানকে সামনে রেখে ছোলা, চিনি, তেল, খেজুর আমদানি করবে সরকার। যাতে বাজারে সরবরাহ ঠিক রেখে দাম সহনীয় পর্যায়ে থাকে।

তিনি জানান- মাছ, মাংস, দুধ, ডিমসহ নিত্য পণ্যের যোগান ঠিক রাখতে কাজ করছে অন্তর্বর্তী সরকার। বাজারে এসব পণ্যের সরবরাহের ঘাটতি মেটাতে মনিটরিং জোরদার করা হয়েছে।

সর্বশেষ সংবাদ

মিউনিখ নিরাপত্তা সম্মেলনে আমন্ত্রণ পেলেন প্রধান উপদেষ্টা

মিউনিখ নিরাপত্তা সম্মেলনের চেয়ারম্যান রাষ্ট্রদূত ক্রিস্টোফ হিউসগেন ড. মুহাম্মদ ইউনূসকে ১৪-১৬ ফেব্রুয়ারি জার্মানির মিউনিখে আয়োজিত তিনদিনব্যাপী মিউনিখ নিরাপত্তা সম্মেলনে...

এই বিভাগের অন্যান্য সংবাদ