spot_img

ঘরের মাঠে মিলানের কাছে রিয়াল মাদ্রিদের লজ্জাজনক হার

অবশ্যই পরুন

লা লিগায় বার্সেলোনার কাছে পরাজয়ের পর ব্যালন ডি’অর মঞ্চে হতাশাজনক পারফরম্যান্সের ধাক্কা কাটিয়ে ওঠার লক্ষ্যে সান্তিয়াগো বার্নাব্যুতে এসি মিলানের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ ম্যাচে মাঠে নামে রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠে দুর্দান্ত একটি জয়ের প্রত্যাশায় নামলেও নিজেদের খারাপ ফর্ম থেকে বেরিয়ে আসতে পারেনি মাদ্রিদের ক্লাবটি। মিলানের বিপক্ষে ৩–১ গোলে হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে তাদের, যা টানা দ্বিতীয় পরাজয় এবং চলতি মৌসুমে তাদের তৃতীয় হার।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলা চালিয়ে যায় রিয়াল মাদ্রিদ। পরপর দুটি সুযোগ তৈরি করলেও এমবাপ্পে গোল করতে ব্যর্থ হন। ১২ মিনিটে কর্নার থেকে মালিক থিয়াওয়ের হেডে প্রথম গোল করে এগিয়ে যায় মিলান। এরপর ভিনিসিয়ুস পেনাল্টি থেকে পানেনকা শটে সমতা ফেরালেও ৩৮ মিনিটে আলভারো মোরাতার গোল রিয়ালকে আবার পিছিয়ে দেয়।

বিরতির পর গোলের লক্ষ্যে ঝাঁপিয়ে পড়ে রিয়াল। অরেলিয়েঁ চুয়ামেনি ও ফেদে ভালভের্দের জায়গায় ব্রাহিম দিয়াজ ও এদুয়ার্দো কামাভিঙ্গাকে এনে দলের আক্রমণকে আরও শক্তিশালী করা হয়। তবে মিলানের দৃঢ় রক্ষণে তাদের আক্রমণ ভেঙে যায় বারবার। ৬৫ মিনিটে তিজানি রেইনডার্সের গোলে রিয়াল ৩–১ ব্যবধানে পিছিয়ে পড়ে।

ম্যাচের শেষ মুহূর্তে রুদিগারের একটি গোল অফসাইডের কারণে বাতিল হলে রিয়ালের জন্য হারটি আরও লজ্জাজনক রূপ নেয়। এই টানা দুই পরাজয়ে কোচ কার্লো আনচেলত্তির দল এখন কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছে, যা ক্লাবটির সাম্প্রতিক খারাপ সময়কেই আরও গভীর করেছে।

সর্বশেষ সংবাদ

তথ্য উপদেষ্টার সাথে অনলাইন এডিটরস অ্যালায়েন্সের মতবিনিময়

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো: নাহিদ ইসলামের সাথে অনলাইন এডিটরস অ্যালায়েন্সের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকেলে...

এই বিভাগের অন্যান্য সংবাদ