spot_img

বেঙ্গালুরুর হয়ে খেলেই অবসর নেবেন কোহলি

অবশ্যই পরুন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলামের আগে ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে ফ্র্যাঞ্চাইজিগুলো। বরাবরের মতো তারকা ক্রিকেটার বিরাট কোহলিকে ধরে রেখেছে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এবার কোহলি জানালেন তিনি তার আইপিএল ক্যারিয়ারের ইতি টানতে চান বেঙ্গালুরুতে খেলেই।

গত বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে বেঙ্গালুরুর এক ভিডিও বার্তায় কোহলি বলেন, ‘আরসিবি আবারও আইপিএলের তিন বছরের চক্রের জন্য আমাকে ধরে রেখেছে। আমি বরাবরের মতোই রোমাঞ্চিত। সকলেই জানে আমার কাছে আরসিবির গুরুত্ব ঠিক কতটা। এত বছর ধরে এটি স্পেশাল এক সম্পর্ক, যা আরও শক্তিশালী হতে চলেছে। আরসিবির হয়ে খেলার অভিজ্ঞতা সত্যিই বিশেষ কিছু।’

এসময় বিরাট কোহলি আরও বলেন, ‘আইপিএলে অন্য কোনও দলে খেলব না। এখানেই অবসর নেব। তবে তার আগে আরও তিন বছর সময় আছে। এটাই আমাদের সুযোগ। যে দল আমাকে এত ভালোবাসা দিয়েছে তাকে চ্যাম্পিয়ন করতে চাই।’

এদিকে শিরোপা জেতার লক্ষ্যের কথা জানিয়ে কোহলি বলেন, ‘অবশ্যই লক্ষ্য হলো পরের চক্রে অন্তত একবার শিরোপা জেতা এবং আমরা সবসময়ের মতো আমাদের সেরাটা দেব। আমরা যেভাবে আমাদের ক্রিকেট খেলি তাতে সবাইকে গর্বিত করার চেষ্টা করব।’

উল্লেখ্য, ঘরের মাঠে আজ রোববার (৩ নভেম্বর) নিউজিল্যান্ডের বিপক্ষে ধবলধোলাই হয়েছে ভারতের। এবারের টেস্ট এবং বিগত বেশ কয়েকটি ম্যাচের পরিসংখ্যান মিলালে কোহলির পারফরম্যান্স বেশ হতাশাজনক। এর রেশ ধরেই বিভিন্ন মহলে কোহলির অবসরের গুঞ্জন উঠছে।

সর্বশেষ সংবাদ

সাইবার সুরক্ষা অধ্যাদেশের খসড়া চূড়ান্ত করা হয়েছে: প্রেস সচিব

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, সবার জন্য সাইবার স্পেসকে সুরক্ষিত করতে চেষ্টা করছে সরকার। এরইমধ্যে সাইবার সুরক্ষা...

এই বিভাগের অন্যান্য সংবাদ