spot_img

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার আপিলের শুনানি ১০ নভেম্বর

অবশ্যই পরুন

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ১০ বছরের সাজার বিরুদ্ধে করা লিভ টু আপিলের শুনানি আগামী ১০ নভেম্বর অনুষ্ঠিত হবে। সোমবার (৪ নভেম্বর) খালেদা জিয়ার অন্যতম আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল এ তথ্য নিশ্চিত করেন। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের একটি বেঞ্চে এ শুনানি অনুষ্ঠিত হবে।

২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক আখতারুজ্জামান জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে ৫ বছরের কারাদণ্ডাদেশ দেন। একই মামলায় খালেদা জিয়ার ছেলে তারেক রহমানসহ অন্য পাঁচ আসামিকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও ২ কোটি ১০ লাখ টাকা জরিমানা করা হয়। অভিযোগে বলা হয়, অরফানেজ ট্রাস্টের নামে সরকারি টাকা আত্মসাতের অভিযোগে খালেদা জিয়াসহ এ আসামিদের বিরুদ্ধে দণ্ড দেওয়া হয়।

বাকি চার আসামি হলেন সাবেক মুখ্যসচিব কামাল উদ্দিন সিদ্দিকী, সাবেক এমপি ও ব্যবসায়ী কাজী সালিমুল হক কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ ও জিয়াউর রহমানের ভাগনে মমিনুর রহমান। এদের মধ্যে তারেক রহমান, কামাল উদ্দিন সিদ্দিকী এবং মমিনুর রহমান পলাতক রয়েছেন।

বিচারিক আদালতের রায়ের পর খালেদা জিয়া, কাজী সালিমুল হক কামাল এবং শরফুদ্দিন আহমেদ খালাস চেয়ে হাইকোর্টে আপিল করেন। পরবর্তীতে ২০১৮ সালের ৩০ অক্টোবর বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ খালেদা জিয়ার সাজা বাড়িয়ে ১০ বছরের কারাদণ্ড দেন। হাইকোর্টের এ রায়ের বিরুদ্ধে খালাস চেয়ে সুপ্রিম কোর্টে লিভ টু আপিল করেন খালেদা জিয়া, যার শুনানি হবে আগামী ১০ নভেম্বর।

সর্বশেষ সংবাদ

যুক্তরাষ্ট্রের সঙ্গে ফের আলোচনা হবে, যৌক্তিক শুল্ক নির্ধারণের আশা বাণিজ্য উপদেষ্টার

শুল্ক ইস্যুতে সামনের সপ্তাহের মাঝামাঝি যুক্তরাষ্ট্রের সঙ্গে ফের আলোচনায় বসা হতে পারে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। সোমবার...

এই বিভাগের অন্যান্য সংবাদ