spot_img

বিমানবন্দর থেকে মার্কিন সাংবাদিককে আটক করল মিয়ানমার

অবশ্যই পরুন

বিমানবন্দর থেকে যুক্তরাষ্ট্রের এক সাংবাদিককে আটক করেছে মিয়ানমারের সামরিক সরকার। এরপরেই তাকে ইয়াংঙ্গুনের ইনসেইন কারাগারে পাঠানো হয়।

যুক্তরাষ্ট্রের এই সাংবাদিক ফ্রন্টিয়ার মিয়ানমার নামের মিয়ানমারের একটি স্বতন্ত্র পত্রিকায় কর্মরত ছিলেন। তিনি পত্রিকাটির ব্যবস্থাপনা সম্পাদক।

সোমবার ড্যানি ফেন্সটার নামের ওই সাংবাদিক মিয়ানমার থেকে মালয়েশিয়ায় যাচ্ছিলেন। এসময় বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়।

ফ্রন্টিয়ার মিয়ানমার দেশটির অন্যতম শীর্ষ স্বতন্ত্র সংবাদ মাধ্যম হিসেবে বেশ পরিচিত। এটি ইংরেজি ও বার্মিজ দুই ভাষায় সংবাদ প্রকাশ করে।

এদিকে যুক্তরাষ্ট্র জানিয়েছে, তারা ড্যানি ফেন্সটারের গ্রেফতার সম্পর্কে অবগত আছে এবং বিষয়টির ওপর গভীর নজর রাখছে। এছাড়া মিয়ানমারের মানবাধিকার সংগঠনগুলোও মার্কিন এই সাংবাদিকের মুক্তি দাবি করেছে।

সর্বশেষ সংবাদ

ইসি গঠনে সার্চ কমিটিকে ছয়জনের নাম দিলো গণঅধিকার পরিষদ

নির্বাচন কমিশন গঠনে যোগ্য ব্যক্তি খুঁজতে সার্চ কমিটির কাছে নিজেদের মনোনীত নাম জমা দিয়েছে গণঅধিকার পরিষদ। বৃহস্পতিবার (৭ নভেম্বর)...

এই বিভাগের অন্যান্য সংবাদ