spot_img

স্পেনের ইউরোর দলে নেই রামোস

অবশ্যই পরুন

২০২০ ইউরোর স্পেন দলে জায়গা হয়নি সার্জিও রামোসের। তাকে ছাড়ায় সোমবার ২৪ সদস্যের দল ঘোষণা করেছেন কোচ লুইস এনরিকে।

অনেকটা সময় চোটের সঙ্গে লড়াই করেছেন রামোস। সবশেষ এ মাসের শুরুর দিকে বাঁ পায়ের পেশির চোটে পড়ায় মৌসুম শেষ হয়ে যায় রিয়াল মাদ্রিদ অধিনায়কের। স্পেনের হয়ে ১৮০ ম্যাচের সবশেষটি খেলেছেন তিনি গত মার্চে। রামোসকে না পেলেও তার শূন্যস্থান পূরণ করার জন্য লাপোর্তেকে পাচ্ছেন এনরিকে।
এনরিকের দল নির্বাচন নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। বরাবরের মতো ২৩ জন নয়, এবার ইউরোতে ২৬ জনকে ডাকার সুযোগ দেওয়া হয়েছে। কিন্তু সোমবার এনরিকে  ২৪ জনের দল ঘোষণা করেছেন। এ ব্যাপারে তার বক্তব্য, ‘আমরা মাত্র ২৪ জনকে ডাকার সিদ্ধান্ত নিয়েছি কারণ, আমার মনে হয়েছে সবাই অংশ নিতে পারে, এটা অনুভব করা দরকার। সাধারণত আমরা ১৮ বা ১৯ জনকে ব্যবহার করি। আমাদের ক্ষেত্রে মাত্র একজন খেলোয়াড় বাইরে থাকবে (ম্যাচ স্কোয়াডের বাইরে)।’
নিয়মিত অধিনায়ক রামোসকে না নেওয়ার প্রসঙ্গে এনরিকে বলেছেন, ‘এটা পরিষ্কার জানুয়ারির পর থেকেই ঠিকভাবে খেলার অবস্থায় নেই সে। গতকাল ওর সঙ্গে কথা হয়েছে আমার। এটা খুব কঠিন ছিল। আমার খুব খারাপ লেগেছে কারণ সে সব সময় সর্বোচ্চটা দেয়। কিন্তু আমার মনে হয়েছে দলের জন্য এটাই সেরা সিদ্ধান্ত।’
ইউরোর এবারের আসর মূলত হওয়ার কথা ছিল গত বছর। করোনাভাইরাসের প্রকোপে এক বছর পিছিয়ে যাওয়া টুর্নামেন্টটি শুরু হবে আগামী ১১ জুন, চলবে ১১ জুলাই পর্যন্ত।
ইউরোতে ‘ই’ গ্রুপে খেলবে স্পেন। তাদের সঙ্গী সুইডেন, পোল্যান্ড ও স্লোভাকিয়া।  আগামী ১৪ জুন স্পেনের ইউরো পর্ব শুরু হবে। গ্রুপ ই–তে সুইডেনের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে স্পেন। পোল্যান্ড ও স্লোভাকিয়ার বিপক্ষে যথাক্রমে ১৯ ও ২৩ জুন খেলবে স্পেন।
স্পেন দল:
গোলরক্ষক: দাভিদ দে হেয়া (ম্যানচেস্টার ইউনাইটেড), উনাই সিমোন (অ্যাথলেটিকো বিলবাও), রবের্ত সানচেস (ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়ন)
ডিফেন্ডার: হোসে গায়া (ভালেন্সিয়া), জর্দি আলবা (বার্সেলোনা), পাও তরেস (ভিয়ারিয়াল), এমেরিক লাপোর্ত (ম্যানচেস্টার সিটি), এরিক গার্সিয়া (ম্যানচেস্টার সিটি), দিয়েগো ইয়োরেন্তে (লিডস ইউনাইটেড), সেসার আসপিলিকুয়েতা (চেলসি) মার্কোস ইয়োরেন্তে (অ্যাথলেটিকো মাদ্রিদ)।
মিডফিল্ডার: সের্হিও বুসকেতস (বার্সেলোনা), রদ্রি (ম্যানচেস্টার সিটি), পেদ্রি (বার্সেলোনা), থিয়াগো আলকান্তারা (লিভারপুল), কোকে (আতলেতিকো মাদ্রিদ), ফাবিয়ান রুইস (নাপোলি)।
ফরোয়ার্ড: দানি ওলমো (লাইপজিগ), মিকেল ওইয়ারসাবাল (রিয়াল সোসিয়েদাদ), আলভারো মোরাতা (জুভেন্টাস), জেরার্দ মরেনো (ভিয়ারিয়াল), ফেররান তরেস (ম্যানচেস্টার সিটি), আদামা ত্রাওরে (উলভারহ্যাম্পটন ওয়ানডারার্স), পাবলো সারাবিয়া (পিএসজি)।

সর্বশেষ সংবাদ

ইউক্রেনে নতুন রুশ ক্ষেপণাস্ত্রের ব্যবহার উদ্বেগজনক : জাতিসঙ্ঘ

রাশিয়ার নতুন এক মাঝারি-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ইউক্রেনে হামলা নতুন করে উদ্বেগজনক পরিস্থিতি সৃষ্টি করেছে। বৃহস্পতিবার জাতিসঙ্ঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র...

এই বিভাগের অন্যান্য সংবাদ