সৌদির ইসলাম বিষয়ক মন্ত্রণালয় দেশটিতে আজান ও ইকামাত ছাড়া মসজিদের মাইক ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করছে। সেই সাথে দেশটিকে মাইকের আওয়াজ সীমিত করারও নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়টি।
দেশটির সরকারের ইসলাম বিষয়ক মন্ত্রী আবদুল লতিফ আল শেখ এ সংক্রান্ত এ বিজ্ঞপ্তি জারি করেছেন। এতে সৌদি আরবের সব মসজিদে শুধু আজান ও ইকামতের সময় লাউড স্পিকারের ব্যবহার সীমাবদ্ধ রাখতে এবং এর আওয়াজ এক তৃতীয়াংশে নামিয়ে আনার নির্দেশ দেওয়া হয়েছে।
আজানকে নামাজের জন্য প্রথম আহ্বান এবং ইকামতকে দ্বিতীয় আহ্বান হিসেবে বিবেচনা করা হয়। ইকামত দ্বারা বোঝানো হয়, ইমাম কিবলামুখী হয়ে নামাজের প্রস্তুতি শুরু করেছেন।
সরকারি বিজ্ঞপ্তিতে মহানবি (স)-এর একটি হাদিসের বরাত দেওয়া হয়েছে। ওই হাদিসে বলা হয়েছে, ‘তোমাদের সবাই সৃষ্টিকর্তাকে নীরবে ডাকছে। পরস্পরকে কষ্ট দেওয়া উচিত নয় এবং কারও তেলাওয়াত বা প্রার্থনার সময় অন্যদের জোরালো আওয়াজ করা উচিত নয়।’
নতুন এই সিদ্ধান্তের পক্ষে শেখ মোহাম্মদ বিন সালেহ আল ওথামীন ও সালেহ আল ফাওযানের মতো সিনিয়র ইসলামিক স্কলারদের ফতোয়াকে ভিত্তি হিসেবে দেখানো হয়েছে। সেখানেও মসজিদে লাউডস্পিকার কেবল আযান ও ইকামতের জন্য ব্যবহারের কথা বলা হয়েছে।
সূত্র: গালফ নিউজ।