ভূমধ্যসাগরের তীরবর্তী দেশ লিবিয়ার ভাড়াটে সৈন্যদের পুরো উত্তর আফ্রিকার জন্য হুমকি বলে মনে করছে জাতিসংঘ। দেশটিতে নিযুক্ত সংস্থাটির বিশেষ দূত জান কুবিস জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলকে সতর্ক করে বলেছেন, লিবিয়া থেকে ভাড়াটে সৈন্য ও বিদেশি সৈন্য প্রত্যাহারের মতো প্রধান বিষয়ের অগ্রগতি স্থবির আছে।
তিনি মনে করেন, লিবিয়ায় তাদের অব্যাহত উপস্থিতি শুধু লিবিয়া নয়, পুরো উত্তর আফ্রিকার জন্য হুমকিস্বরূপ।
শনিবার (২২ মে) লিবিয়ায় জাতিসংঘের বিশেষ দূত জান কুবিস দাবি করেন, সাম্প্রতিক প্রতিবেশী চাদে গোলমেলে পরিস্থিতি যেখানে বিদ্রোহীরা গতমাসে চাদের দীর্ঘসময়ের প্রেসিডেন্ট ইদ্রিস দেবিকে হত্যা করেন বলে অভিযোগ রয়েছে।
উল্লেখ্য, ভয়াবহ এই ঘটনার সঙ্গে লিবিয়া এই অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি জড়িত বলে মন্তব্য করেন ওই রাষ্ট্রদূত।