spot_img

বেশি দল নিয়ে টি-টোয়েন্টি ও ওয়ানডে বিশ্বকাপ

অবশ্যই পরুন

বিশ্বে ক্রিকেটের পরিধি বাড়াতে টি-টোয়েন্টি ও ওয়ানডে বিশ্বকাপে দল বাড়ানোর চিন্তা ভাবনা করছে আইসিসি। আইসিসি প্রধান নির্বাহীদের সভায় এই সবকিছু নিয়ে আলোচনা হয়েছে।

টি-টোয়েন্টি বিশ্বকাপ হতে পারে ২০ দলের। ওয়ানডে বিশ্বকাপ সামনে হতে পারে ১৪ দলের। এ ছাড়াও অলিম্পিকে ক্রিকেট অন্তর্ভুক্তিতে জোর পদক্ষেপ নেয়া হবে।

বিশ্বকাপে দল সংখ্যা অবশ্য এখনই বাড়ছে না। ২০ দলের টি-টোয়েন্টি বিশ্বকাপ হতে পারে ২০২৪ আসর থেকে।

সেখানে প্রাথমিক পর্ব থেকেই সবগুলো দলের অংশগ্রহণের পরিকল্পনা করা হচ্ছে। চার গ্রুপে থাকবে পাঁচটি করে দল। টি-টোয়েন্টি বিশ্বকাপ এখন হয় ১৬ দলের অংশগ্রহণে।

২০০৭ ওয়ানডে বিশ্বকাপে আসরে যেখানে অংশ নিয়েছিল ১৬ দল, ২০১১ ও ২০১৫ আসরে ১৪ দল, সেখানে ২০১৯ আসরে সংখ্যা আরো কমিয়ে আনা হয় ১০ দলে। ১৪ দল নিয়ে বিশ্বকাপ আয়োজনে চোখ আইসিসির।

অলিম্পিকে ক্রিকেট অন্তর্ভুক্তির পরিকল্পনা চলছে টি-টেনকে ঘিরে, যেন বেশি দল অংশ নিতে পারে। প্রধান নির্বাহীদের সভায় এই ব্যাপারে উত্থাপন করেন ইসিবির প্রধান নির্বাহী টম হ্যারিসন।

সর্বশেষ সংবাদ

উয়েফা নেশনস লিগ: কোয়ার্টারের সূচি ঘোষণা, কে কার প্রতিপক্ষ

উয়েফা নেশন্স লিগের গ্রুপ পর্বের ম্যাচ শেষ হয়েছে। সেই শেষের দিন দুয়েকের মাঝেই প্রকাশ্যে এলো কোয়ার্টার ফাইনালের লাইনআপ। শুক্রবার...

এই বিভাগের অন্যান্য সংবাদ