spot_img

ইসরাইলের হামলার মধ্যেই আল-আকসায় ঈদের নামাজে মুসল্লিদের ঢল

অবশ্যই পরুন

ইসরাইলের সঙ্গে গত কয়েকদিনে ফিলিস্তিনি যোদ্ধাদের ব্যাপক সংঘর্ষ লেগেই আছে। হামলা পাল্টা হামলার ঘটনা ঘটছে প্রতিনিয়ত। তবুও ইসরাইলি বাহিনীর হুমকি ধামকি উপেক্ষা করে পবিত্র মসজিদ আল-আকসায় ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন বিপুল সংখ্যক ধর্মপ্রাণ ফিলিস্তিনি মুসলমানরা।

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলের দখলদার বাহিনীর ক্রমাগত বিমান হামলা ও আল-আকসায় তাণ্ডবের জেরে এবারের ঈদুল ফিতরের সব আয়োজন বাতিল ঘোষণা করেছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। কিন্তু বিধিনিষেধ উপেক্ষা করেই বৃহস্পতিবার বিশ্বের মুসলিমদের তৃতীয় পবিত্রতম মসজিদটিতে ঈদের নামাজে ঢল নামে মুসল্লিদের।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার খবরে বলা হয়েছে, দখলদার ইসরাইলি বাহিনী বৃহস্পতিবার ঈদের দিনও গাজায় হামলা অব্যাহত রেখেছে। এদিন ফিলিস্তিনিদের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে কয়েক দফা বিমান হামলা চালিয়েছে তারা।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দেশটিতে ইসরাইলি বাহিনীর হামলায় এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৯ জন। এদের মধ্যে অন্তত ১৭টি শিশু ও আটজন নারী রয়েছেন। আহত হয়েছেন আরও ৩৯০ ফিলিস্তিনি।

সর্বশেষ সংবাদ

আইপিএলের নিলামে এক বছরে ‘৪৯ সেঞ্চুরি’ করা ১৩ বছর বয়সী বৈভব

সময়ের সেরা ফ্র্যাঞ্চাইজি লিগ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। যেখানে দেখা মেলে, হালের অন্যতম সেরা তারকাদের। অনেকের মতে, আন্তর্জাতিক ক্রিকেটের...

এই বিভাগের অন্যান্য সংবাদ