spot_img

সোসিয়েদাদকে হারিয়ে শিরোপা লড়াইয়ে এগিয়ে অ্যাথলেটিকো

অবশ্যই পরুন

একদিন আগেই লেভান্তের মাঠে হোঁচট খেয়েছিল বার্সেলোনা। যে কারণে পয়েন্ট টেবিলে ব্যবধান বাড়ানোর সুযোগ এসেছিল অ্যাথলেটিকো মাদ্রিদের সামনে। বুধবার বাংলাদেশ সময় রাতে সেটা দারুণভাবে কাজে লাগাল দলটি। রিয়াল সোসিয়েদাদকে হারিয়ে লা লিগার শিরোপা লড়াইয়ে বেশ খানিকটা এগিয়ে গেল দিয়েগো সিমেওনের দল।

বুধবার রাতে ওয়ান্দা মেত্রোপলিতানোয় ২-১ গোলে জিতেছে অ্যাথলেটিকো। ইয়ানিক কারাসকোর গোলে দলটি এগিয়ে যাওয়ার পর ব্যবধান বাড়ান আনহেল কোররেয়া। এ জয়ে বার্সেলোনার চেয়ে ৪ পয়েন্টে এগিয়ে গেল দলটি। যদিও বৃহস্পতিবার গ্রানাডার বিপক্ষে জিতলে ২ পয়েন্টের ব্যবধানে উঠে আসবে রিয়াল মাদ্রিদ।

ঘরের মাঠে বুধবার শুরু থেকে আক্রমণাত্বক ছিল অ্যাথলেটিকো। যে কারণে ম্যাচের ১৬তম মিনিটেই এগিয়ে যায় দলটি। সে সময় মার্কোস ইয়োরেন্তের পাস পেয়ে নিচু শটে গোল করেন কারাসকো। ২৮তম মিনিটে লুইস সুয়ারেসের থ্রু বল ধরে ব্যবধান বাড়ান আর্জেন্টাইন ফরোয়ার্ড কোররেয়া। এরপর  বাকিটা সময় ব্যবধান ধরে রেখে চওড়া হাসিতে মাঠ ছাড়ে সবশেষ ২০১৩-১৪ মৌসুমের লিগ চ্যাম্পিয়নরা।

এ জয়ে ৩৬ ম্যাচে ২৪ জয় ও আট ড্রয়ে ৮০ পয়েন্ট নিয়ে শীর্ষে অ্যাথলেটিকো। দুইয়ে থাকা বার্সেলোনার পয়েন্ট ৭৬। এদিকে ৭৫ পয়েন্ট নিয়ে তিন নম্বরে রিয়াল মাদ্রিদ।

সর্বশেষ সংবাদ

অলরাউন্ডার মঈন আলী এখন ‘ডক্টর’

ইংলিশ অলরাউন্ডার মঈন আলীর খ্যাতি বিশ্বজুড়ে। আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের নিয়মিত মুখ ছিলেন তিনি। মাঠের পাশাপাশি ব্যক্তিগত জীবনেও...

এই বিভাগের অন্যান্য সংবাদ