spot_img

গাজা আক্রমণে কয়েক হাজার সেনা পাঠাচ্ছে ইসরাইল

অবশ্যই পরুন

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় আক্রমণ করতে পাঠানোর জন্য কয়েক হাজার সেনার সমাবেশ ঘটাচ্ছে ইসরাইল। উপত্যকাটিতে কয়েক দিনে বিমান হামলা করে অন্তত ২৬ জনকে নিহত করার পর এখন এ সৈন্যদের সেখানে পাঠাচ্ছে ইসরাইল।

ইসরাইলি সেনাবাহিনী বলছে, প্রতিরক্ষামন্ত্রী বেনি গানজ ‘বাড়ির সামনের নিরাপত্তা সুগভীর করতে’ ৫ হাজার সৈন্য ডেকেছেন।

ইসরাইলি টেলিভিশনের খবরে দেখানো হয়েছে, ইসরাইলি ট্যাংকগুলো গাজার বেড়ার কাছে অবস্থান নিয়েছে। ইসরাইল এ অভিযানকে নাম দিয়েছে ‘গার্ডিয়ান অফ দি ওয়ালস’ বা ‘প্রাচীরের অভিভাবক’ বলে।

এর আগে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মঙ্গলবার বলেছেন, তার দেশ গাজায় আক্রমণের পদক্ষেপ নিচ্ছে।

এদিকে মঙ্গলবার ভোরেও গাজায় বোমা হামলা করেছে ইসরাইল। এ নিয়ে উপত্যকাটিতে এ ক’দিনের ইসরাইলি হামলায় নিহত হয়েছে অন্তত ২৬ জন। এর মধ্যে ৯টি শিশুও রয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

সূত্র : মিডলইস্ট আই

সর্বশেষ সংবাদ

কোনো নিরীহ মানুষ যেন হয়রানির শিকার না নয়: আইজিপি

পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) বাহারুল আলম বলেছেন, ৫ আগস্ট পরবর্তী সময়ে দায়ের করা মামলাসমূহ যথাযথভাবে তদন্ত করতে হবে। কোনো...

এই বিভাগের অন্যান্য সংবাদ