spot_img

ফিলিস্তিনিদের ঘরবাড়ি ধ্বংস ও বিতাড়ন বন্ধ করতে ইসরাইলের প্রতি চীনের আহ্বান

অবশ্যই পরুন

ফিলিস্তিনিদের ঘরবাড়ি ধ্বংস, বিতাড়ন ও ইহুদি উপশহর নির্মাণ বন্ধ করতে ইহুদিবাদী ইসরাইলের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসঙ্ঘে নিযুক্ত চীনের স্থায়ী প্রতিনিধি জং জুন।

তিনি এক বিবৃতিতে বলেছেন, পূর্ব বায়তুল মুকাদ্দাসে শেইখ জারাহ’র মতো এলাকাগুলোতে বসবাসকারী ফিলিস্তিনি পরিবারগুলো বিতাড়িত হওয়ার আশঙ্কার মধ্যে রয়েছে।

তিনি বলেন, বায়তুল মুকাদ্দাসে উত্তেজনা ও সহিংসতা বৃদ্ধিতে বেইজিং উদ্বিগ্ন। ইসরাইলি বাহিনী ও ফিলিস্তিনিদের মধ্যে সংঘর্ষ উদ্বেগজনক।

চীনের প্রতিনিধি আরো বলেন, মুসলমানদের বিরুদ্ধে সহিংসতা, হুমকি ও উসকানি বন্ধে ইসরাইলকে পদক্ষেপ গ্রহণ করতে হবে। একইসঙ্গে বায়তুল মুকাদ্দাসের পুরনো অংশে অবস্থিত পবিত্র স্থানগুলোর ঐতিহাসিক অস্তিত্ব রক্ষা করতে হবে এবং সেগুলোর প্রতি সম্মান দেখাতে হবে।

চলতি রমজান মাসের শুরুতে বায়তুল মুকাদ্দাসের দামেস্ক গেইট ও শেইখ জারাহ এলাকায় ইহুদিবাদী পুলিশ ও বসতি স্থাপনকারীরা হামলা চালালে উত্তেজনা শুরু হয়।
সূত্র : পার্সটুডে

সর্বশেষ সংবাদ

মসজিদে নববীর সেই শতবর্সী কোরআনপ্রেমীর ইন্তেকাল

সুদূর ইমাম বোখারির দেশ থেকে তিনি এসেছিলেন সবুজ গম্বুজের টানে। প্রিয় নবীজির ভালোবাসায়, মসজিদে নববীর খেদমতে এবং রওজায়ে আতহারের...

এই বিভাগের অন্যান্য সংবাদ

Powered by Live Score & Live Score App