যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার শীর্ষ কূটনীতিকেরা বিশ্বজনীন সহযোগিতা বৃদ্ধি, বিশ্বের বর্ধিত চ্যালেঞ্জ ও অভাবনীয় মহামারী সঙ্কট মোকাবেলায় বৃহত্তর সহযোগিতার আহ্বান জানান। তবে বহুপাক্ষিকতা হুমকির বেলায় কে দায়ী, ওই ব্যাপারে ভিন্ন মতবাদ ব্যক্ত করেন। শুক্রবার তারা এ সহযোগিতার আহ্বান জানান।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক শীর্ষ সম্মেলনে এ বিশ্বজনীন সহযোগিতার আহ্বান জানান তারা। যুক্তরাষ্ট্রর পররাষ্ট্রমন্ত্রী এন্টনি ব্লিঙ্কেন, রুশ পররাষ্ট্রমন্ত্রী, সের্গেই লাভরভ ও চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এ শীর্ষ সম্মেলনে উপস্থিত ছিলেন। এটা ছিল এক যৌথ ভার্চুয়াল সম্মেলন। এ শীর্ষ সম্মেলনের সভাপতি ছিলেন ওয়াং ই।
মানবাধিকার ও গণতন্ত্র বিষয় বড় ধরনের মতপার্থ্যক্য থাকা সত্ত্বেও এ তিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, আন্তর্জাতিক চ্যালেঞ্জ মোকাবেলায় যেমন, কভিড সঙ্কট, জলবায়ু পরিবর্তন, সঙ্ঘাত বন্ধে ও দুস্থ মানবতার সেবায় তারা সহযোগিতা করতে প্রস্তুত রয়েছেন।
সূত্র : ভয়েস অব আমেরিকা