সেমিতে হারের দায় পুরো দলের হলেও ভক্তদের ক্ষোভের শিকার হয়েছেন লসব্ল্যাঙ্কোদের এই উইংগার।
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ শেষের দৃশ্য। বিমর্ষ সার্জিয়ো রামোস সৌজন্যতাবোধের আনুষ্ঠানিকতা সারতে হাত মেলাচ্ছেন প্রতিপক্ষের খেলোয়াড়দের সাথে। ঠিক এমন সময় উল্টো চিত্রেরও দেখা মিলেছে, চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে হারের পরও মুখে চওড়া হাসি নিয়ে সাবেক সতীর্থদের সাথে হাসি-ঠাট্টায় মেতে উঠলেনে এডেন হ্যাজার্ড।
ম্যাচ শেষের স্বাভাবিক দৃশ্যের মাঝে এডেন হ্যাজার্ডের এমন কার্যকলাপে ক্ষেপেছেন রিয়ালমাদ্রিদ সমর্থক থেকে শুরু করে অফিসিয়ালরা। ঘটনা আঁচ করতে পেরে অবশ্য পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষমা চেয়েছেন এই বেলজিয়ান তারকা ফুটবলার।
২০১৯ সালে ১০০ মিলিয়ন ইউরোর রেকর্ড ট্রান্সফারে চেলসি থেকে মাদ্রিদে যোগ দেন হ্যাজার্ড। মাদ্রিদে আসার পর থেকে ইনজুরি ছিলো নিত্য সঙ্গী। ২০১৯ এর নভেম্বরে পিএসজির বিপক্ষে ইনজুরির পর থেকে মোট ৩৮৯ দিন ছিলেন মাঠের বাইরে। আর মিস করেছেন ৫০টি ম্যাচ। যা বলে দিচ্ছে ৬০ পার্সেন্টের বেশি ম্যাচে তিনি ছিলেন দর্শক হয়ে। এখন প্রশ্নটা হচ্ছে, হ্যাজার্ড কি পারবে মাদ্রিদে তার পুরনো বিধংসী রুপে ফিরতে নাকি খালি হাতে মাদ্রিদ থেকে নেবেন বিদায়।