লৌকিকতা এবং বিশ্বাস অনেক সময় কোন যুক্তি মানে না। অনেক সময় সময়ের আবর্তনে তা হয়ে ওঠে প্রথা। ঠিক এমনই একটি প্রথা হল ব্যাঙের বিয়ে। বিশ্বাস করা হয়ে থাকে, ব্যাঙের ডাকের সাথে বৃষ্টির সংযোগ রয়েছে। তাই অনেক জায়গাতেই খরার সময় প্রথা অনুযায়ী বৃষ্টির জন্য ব্যাঙের বিয়ে দেয়ার প্রচলন রয়েছে।
সম্প্রতি ভারতের ত্রিপুরা রাজ্যে এমন একটি ঘটনা ঘটে। বৃষ্টির জন্য চা বাগানের কর্মীরা দুটি ব্যাঙের বিয়ের আয়োজন করে।
স্থানীয় লোকদের বিশ্বাস দুটি ব্যাঙের বিয়ে দেয়া হলে বৃষ্টির দেবতা ইন্দ্র খুশি হবেন এবং বৃষ্টি নামবেন।
ওই বিয়ের ছোট একটি ভিডিও ক্লিপ টুইটারে শেয়ার করেছে বার্তা সংস্থা এএনআই। সেখানে দুটি ব্যাঙকে পুকুরে গোসল করিয়ে, মালা বদল ও সিঁদুর পরিয়ে বিয়ে দিতে দেখা যায়। এমনকি এসময় তাদের রঙ বেরঙের পোশাকও পরানো হয়।