ব্রাজিলে মাদক চোরাকারবারীদের ধরতে চালানো সাঁড়াশি অভিযানে এক পুলিশ সদস্যসহ প্রাণ হারালেন কমপক্ষে ২৫ জন।
গোপন সংবাদের ভিত্তিতে, রিও ডি জেনেরিও শহরের একটি বস্তি এলাকায় চালানো হয় এ অভিযান। পুলিশের কাছে তথ্য ছিলো- মাদক পাচারের জন্য শিশুদের ব্যবহার করছে কয়েকটি অপরাধী চক্র। অভিযান চলাকালে গ্রেফতার এড়াতে পুলিশের ওপর পাল্টা হামলা চালিয়ে পালানোর চেষ্টা করে অভিযুক্তরা। দু’পক্ষের গোলাগুলিতে আহত হন মেট্রোরেলের দুই যাত্রীও; বর্তমানে তাদের অবস্থা স্থিতিশীল।
রিও ডি জেনেরিও’র প্রায় ২২ শতাংশ মানুষ বাস করেন বস্তিতে। যাদের বেশিরভাগই লুটপাট-মাদক ব্যবসা-অপহরণ আর হত্যাকাণ্ডের মতো অপরাধে জড়িত।