spot_img

খালেদা জিয়ার আবেদন যাচাই বাছাই করা হচ্ছে: আইনমন্ত্রী

অবশ্যই পরুন

করোনাভাইরাসে আক্রান্ত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেশের বাইরে চিকিৎসার জন্য করা যাচাই বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

বৃহস্পতিবার (৬ মে) তিনি এ কথা বলেন। এসময় মানবিক দিক বিবেচনা করে দ্রুত সিদ্ধান্ত নেয়া হবে বলেও জানান তিনি।

আইন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আবেদনটি পাওয়ার পর খালেদা জিয়ার চিকিৎসার জন‌্য বিদেশ যাওয়ার বিষয়গুলো পর্যালোচনা করা হচ্ছে।

পর্যালোচনা শেষে এ বিষয়ে মতামত পাঠানো হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। সেখান থেকে এটা যাবে প্রধানমন্ত্রীর কাছে। প্রধানমন্ত্রীর কাছে যাওয়ার পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।

এর আগে, গতকাল বুধবার রাতে খালেদা জিয়ার ছোট ভাই শামীম এস্কান্দার স্বরাষ্ট্রমন্ত্রীর ধানমন্ডির বাসায় গিয়ে লিখিত আবেদনটি হস্তান্তর করেন।

জানা গেছে, খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে গুরুত্ব দিয়ে ওই লিখিত আবেদনটি পাওয়ার পরপরই রাতেই তা মতামতের জন্য আইন মন্ত্রণালয়ের সচিবের কাছে পাঠানো হয়েছে।

সর্বশেষ সংবাদ

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয়, কটাক্ষের শিকার রুক্মিণী

ওপার বাংলা ভারতের কলকাতা, অভিনেত্রী রুক্মিণী মৈত্র পর্দায় ফিরছেন বিনোদিনী হিসেবে। সেই ছবি নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চলছিল। আবার...

এই বিভাগের অন্যান্য সংবাদ