spot_img

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ হেরে দেশে ফিরলেন টাইগাররা

অবশ্যই পরুন

দুই ম্যাচের টেস্ট সিরিজ। প্রথমটিতে নিষ্প্রাণ ড্রয়ের পর দ্বিতীয় টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে হেরে যায় বাংলাদেশ। পাল্লেকেলে স্টেডিয়ামে হওয়া দুই ম্যাচের টেস্ট সিরিজ হেরে টেস্ট চ্যাম্পিয়নশিপ শেষ করে টাইগাররা। এই সিরিজ শেষে শ্রীলঙ্কা থেকে দেশে ফিরেছেন মুমিনুল হকের দল।

বাংলাদেশ সময় সাড়ে তিনটার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নামে বাংলাদেশ। ২ ম্যাচের টেস্ট চ্যাম্পিয়নশিপের সিরিজ খেলতে গত ১২ এপ্রিল শ্রীলঙ্কার উদ্দেশে দেশ ছাড়ে অধিনায়ক মুমিনুল হকের দল। সেখানে মাঠের লড়াই শেষ হয়েছে গতকাল (সোমবার)। আজই বাংলাদেশ বিমানের ভাড়া করা বিশেষ ফ্লাইটে দেশে ফিরে পুরো দল।

বিমানবন্দর থেকে সরাসরি বিসিবির নির্ধারিত হোটেলে নেওয়া হবে শ্রীলঙ্কা সফর থেকে আসা প্রত্যেক সদস্যকে। সেখানে তিনদিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন। তবে হোটেল কোয়ারেন্টাইন এড়াতে সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। খেলোয়াড়দের হোম কোয়ারেন্টাইনের জন্য স্বাস্থ্য অধিদফতরকে চিঠিও দিয়েছে বিসিবি।

সর্বশেষ সংবাদ

ক্ষমতা গ্রহণের পর প্রথম কাজ রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করা: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, জানুয়ারি মাসে দায়িত্ব গ্রহণের পর তার প্রথম কাজ হবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করা।...

এই বিভাগের অন্যান্য সংবাদ