spot_img

সিরিয়ার নির্বাচনে লড়বেন বাশার আসাদসহ ৩ প্রার্থী

অবশ্যই পরুন

সিরিয়ার সর্বোচ্চ সাংবিধানিক আদালত আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য তিনজন প্রার্থীকে চূড়ান্ত অনুমোদন দিয়েছে।

সিরিয়ার বার্তাসংস্থা সানা সোমবার জানিয়েছে, আদালতের প্রধান মোহাম্মাদ জিহাদ এক সাংবাদিক সম্মেলনে তিনজন প্রার্থীর নাম ঘোষণা করেছেন।

তারা হলেন, আব্দুল্লাহ সুলুম আব্দুল্লাহ, বাশার হাফিজ আল আসাদ ও মাহমুদ আহমাদ মারয়ি।

সর্বোচ্চ সাংবিধানিক আদালতের প্রধান আরো বলেছেন, যেসব প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য অনুমোদন পাননি তারা সুপ্রিম কোর্টে প্রতিবাদ জানাতে পারবেন। মঙ্গলবার থেকে এ সংক্রান্ত প্রতিবাদ গ্রহণ করা হবে।

আগামী ২৬ মে সিরিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে যারা সিরিয়ার বাইরে জীবনযাপন করছেন তারা ২০ মে থেকেই ভোট দেয়ার সুযোগ পাবেন।

সূত্র : পার্সটুডে

সর্বশেষ সংবাদ

সশস্ত্রবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বাড়লো আরও ৬০ দিন

বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও এর ওপরের সমপদমর্যাদার কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতার মেয়াদ আরো দুই মাস (৬০...

এই বিভাগের অন্যান্য সংবাদ