spot_img

ইরাকে আটকে থাকা অর্থ দিয়ে রাশিয়া থেকে করোনার টিকা কিনবে ইরান

অবশ্যই পরুন

ইরাকে দেশের যে অর্থ আটকে রয়েছে তা দিয়ে রাশিয়া থেকে করোনাভাইরাসের টিকা কেনা হবে বলে জানিয়েছেন ইরানের জ্বালানি মন্ত্রী রেজা আরদাকানিয়ান।

ইরান সফররত ইরাকের বিদ্যুৎমন্ত্রী মাজিদ মাহদি হানতুশের সঙ্গে গতকাল (রোববার) বৈঠকের পর সাংবাদিকদের একথা জানান রেজা আরদাকানিয়ান।

তিনি বলেন, প্রেসিডেন্ট হাসান রুহানি নির্দেশ দিয়েছেন যে, বিশ্বের বিভিন্ন অংশে ইরানের যে সমস্ত অর্থ আটকে রয়েছে তা দিয়ে করোনাভাইরাসের টিকা কিনতে হবে।

মন্ত্রী রেজা আরদাকানিয়ান বলেন, “ইরান এবং রাশিয়ার মধ্যে সম্পাদিত একটি চুক্তি অনুসারে ইরাকে আটকে থাকা অর্থ দিয়ে রাশিয়া থেকে করোনাভাইরাসের টিকা কেনা হবে। এজন্য বাগদাদ ও মস্কোর সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে। আমরা আশা করি আগামী কয়েকদিনের মধ্যেই প্রথম চালানের অর্থ পরিশোধ করা যাবে।”

ইরান থেকে গ্যাস এবং বিদ্যুৎ আমদানি করে থাকে ইরাক। এই খাতে ইরানের পাওনা হিসেবে ইরাকে কয়েকশ কোটি ডলার জমা হয়েছে।

কিন্তু মার্কিন নিষেধাজ্ঞার কারণে এই অর্থ ব্যবহার করতে পারছে না ইরান। সেক্ষেত্রে করোনাভাইরাসের টিকা কেনার জন্য এই অর্থ ব্যবহার করা সহজ এবং লাভজনক হবে।

সর্বশেষ সংবাদ

সৌদি আরবে উদ্দাম ফ্যাশন শো, মাতালেন জেনিফার লোপেজ, সেলিন ডিওন, হ্যালি বেরি

সৌদি আরবে 'খোলামেলা' পোশাকে প্রথমবার একসঙ্গে মঞ্চ মাতালেন মার্কিন সংগীতশিল্পী ও অভিনেত্রী জেনিফার লোপেজ, কামেলা কাবেলা, সেলিন ডিওনসহ অনেকে।...

এই বিভাগের অন্যান্য সংবাদ