spot_img

করোনায় আক্রান্ত দুই ক্রিকেটার, কলকাতা-বেঙ্গালুরু ম্যাচ স্থগিত

অবশ্যই পরুন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ম্যাচে সোমবার রাতে মুখোমুখি হওয়ার কথা ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ও কলকাতা নাইট রাইডার্সের। কিন্তু তার আগে নাইট শিবিরে দুই ক্রিকেটার করোনায় আক্রান্ত হয়েছে। যে কারণে ম্যাচটি স্থগিত বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। ব্যাপারটি নিশ্চিত করেছে ক্রীড়া বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে।

কলকাতার করোনা আক্রাণ দুই ক্রিকেটার হলেন বরুণ চক্রবর্তী ও সন্দীপ ওয়ারিয়ের। জানা গিয়েছে, সম্প্রতি কাঁধের চোটের জন্য স্ক্যান করাতে জৈব সুরক্ষা বলয় ছেড়ে হাসপাতালে গিয়েছিলেন বরুণ। গ্রিন করিডর দিয়ে তাকে নিয়ে যাওয়া হয় সেখানেই তিনি করোনায় আক্রান্ত হয়ে থাকতে পারেন। তবে সন্দীপ কী করে করোনা-আক্রান্ত হলেন তা জানা যায়নি।

সোমবারের ম্যাচটি বাতিল হলেও কবে হবে তা এখনও নিশ্চিত করতে পারেনি বিসিসিআই। তবে এরইমধ্যে একটি ক্রিকেট ওয়েবসাইট ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে, কেকেআর বনাম আরসিবি ম্যাচ পরে কোনও একদিন খেলা হবে না।

সর্বশেষ সংবাদ

কপ-২৯ সম্মেলন শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা

আজারবাইজানে কপ-২৯ জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাত ৮টা ৫...

এই বিভাগের অন্যান্য সংবাদ