করোনার ভয়াবহতা টের পাচ্ছেন ভারতীয়রা। মৃত্যুর মিছিলে যোগ হয়েছে আরও সাড়ে তিন হাজারের বেশি নাম। এই ভয়াবহতা এসে পড়েছে ভারতের তারকা অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন ও তার পরিবার। অশ্বিনের পরিবারের অন্তত ১০ জন আক্রান্ত হয়েছেন। যার মধ্যে তিনজনই বয়স্ক ব্যক্তি।
উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যেই দিন কাটছে অশ্বিনের পরিবারের। শুক্রবার (৩০ এপ্রিল) সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে পরিবারের আপডেট খবর দিয়েছেন অশ্বিনের স্ত্রী প্রীতি নারায়ণ। তিনি জানান, গেল এক সপ্তাহ দুঃস্বপ্নের মতো কেটেছে তাদের।
টুইটারে তিনি লিখেছেন, ‘পরিবারের ছয়জন প্রাপ্তবয়স্ক এবং চারজন বাচ্চা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। পরিবারের সদস্যরা ভাইরাসে আক্রান্ত হয়ে ভিন্ন বাড়িতে এবং হাসপাতালে ছিল। অভিভাবকদের তিনজনের মধ্যে একজন বাড়ি ফিরেছেন। সবাই ভ্যাকসিন নিন।’
তিনি আরও লিখেছেন, ‘মানসিক স্বাস্থ্যের চেয়ে শারীরিক স্বাস্থ্যই দ্রুত ঠিক হয়ে যাবে মনে করি। আমার জন্য পঞ্চম থেকে অষ্টম দিন সবচেয়ে ভয়াবহ ছিল। সাহায্যের জন্য সবকিছু ছিল, সবাই ছিল। কিন্তু মনে হয় কেউই নেই। সবার কাছ থেকে বিচ্ছিন্ন করে দেওয়া একটি রোগ।’
এর আগে পরিবারের পাশে থাকার জন্য গত রোববার (২৫ এপ্রিল) আইপিএল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন অশ্বিন। বর্তমানে তিনি তামিলনাড়ুতে পরিবারের সঙ্গে আছেন।