কলম্বিয়া সীমান্তে সক্রিয় সশস্ত্র গ্রুপের সাথে সংঘর্ষে ভেনিজুয়েলার আট সৈন্য নিহত হয়েছে। গত মার্চে সশস্ত্র যোদ্ধাদের বিরুদ্ধে অভিযান শুরুর পর নিহতের পুনরাবৃত্তি ঘটলো। বুধবার প্রতিরক্ষা মন্ত্রণালয় একথা জানিয়েছে। খবর এএফপি’র।
মন্ত্রণালয় বিস্তারিত উল্লেখ না করে নিহত সৈন্যদের নাম ঘোষণা করেছে। ‘কলম্বিয়ার নিয়মবহির্ভূত সশস্ত্র গ্রুপের’ সাথে তাদের ব্যাপক সংঘর্ষের দু’দিন পর এমন ঘটনা ঘটে। ওই সংঘর্ষে ‘অনেক মানুষ’ হতাহত হয়।
প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পদ্রিনো লোপেজ সরকারি টেলিভিশনে এসব সৈন্যের পরিবারের সদস্যদের প্রতি সরকারের পক্ষ থেকে গভীর শোক জানিয়ে বলেন, দেশের সেবায় নিয়োজিত এসব সৈন্য তাদের শেষ নি:শ্বাস থাকা পর্যন্ত মাতৃভূমি রক্ষার শপথ পুরোপুরিভাবে পালন করেছেন।
এদিকে কলম্বিয়ার নিরাপত্তা সূত্র জানায়, তারা কলম্বিয়ার বিদ্রোহী গ্রুপ ফার্কের সাথে সম্পর্ক ত্যাগ করা খন্ডিত গ্রুপের সদস্য হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
উল্লেখ্য, অর্ধ শতাব্দী ধরে চলা সশস্ত্র সংঘাতের অবসানে ২০১৬ সালে বোগোটার সাথে ফার্ক ঐতিহাসিক শান্তি চুক্তি স্বাক্ষর করে।