করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত ভারতের পাশে থাকার বার্তা দিয়েছে রাশিয়া। বুধবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনালাপ শেষে এই তথ্য জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্বয়ং।
নিজের টুইটার অ্যাকাউন্টে এ প্রসঙ্গে নরেন্দ্র মোদি লেখেন, ‘করোনা আবহে পরবর্তনশীল পরিস্থিতি নিয়ে আমাদের আলোচনা হয়েছে। এই মহামারির বিরুদ্ধে রাশিয়া আমাদের সাহায্য করেছে এবং প্রেসিডেন্ট পুতিন আশ্বাস দিয়েছেন, চলমান এই দুঃসময়ে রাশিয়া ভারতের পাশে আছে। এজন্য আমি তাকে ধন্যবাদ জানিয়েছি।’
ফোনালাপে মহাকাশ বিজ্ঞান ও বিদ্যুৎ উৎপাদন ক্ষেত্রে দুই দেশের যৌথ পরিকল্পনা, বিনিয়োগ ও অংশগ্রহণের বিষয়ে আলোচনা হয়েছে বলেও টুইটবার্তায় উল্লেখ করেন মোদি।
করোনায় দৈনিক আক্রান্ত ও মৃত্যুর হিসেবে বিশ্বে দেশগুলোর মধ্যে বর্তমানে শীর্ষে আছে ভারত।বুধবার (২৮ এপ্রিল) ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৩ লাখ ৬০ হাজার ৯৬০ জন; আর এই দিন দেশটিতে মারা গেছেন ৩ হাজার ২৯২ জন।
সর্বশেষ এই সংখ্যা নিয়ে মহামারির শুরু থেকে দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৭৯ লাখ ৯৭ হাজার ২৬৭ জনে, মৃতের সংখ্যা ছাড়িয়েছে দুই লাখের ঘর।
সংক্রমণে লাগাম টানতে টিকার ওপর জোর দিচ্ছে ভারতের সরকার। সম্প্রতি রাশিয়ার করোনা টিকা স্পুটনিক ৫ এর অনুমোদন দিয়েছে ভারতের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা। দেশটিতে চলমান গণটিকাদান কর্মসূচিতে এখন থেকে কোভ্যাক্সিন ও কোভিশিল্ডের পাশাপাশি স্পুটনিক ৫ ও ব্যবহার করা হবে।
আগামী ১ মে ভারতে আসছে স্পুটনিক ৫ এর প্রথম চালান। এই টিকার অন্যতম নির্মাতা প্রতিষ্ঠান রাশিয়ান ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ডের প্রধান কিরিল দিমিত্রিয়েভ বার্তাসংস্থা রয়টার্সকে বলেন, ‘আমরা আশা করছি, ভারতে করোনা মহামারি মোকাবিলায় স্পুটনিক ৫ ভালো ফল দেবে।’