spot_img

নভোচারী মাইকেল কলিন্স আর নেই

অবশ্যই পরুন

আমরা সকলেই কোন না কোন ইতিহাসের সাক্ষী হই। মুষ্টিমেয় কিছু ব্যক্তি আবার ইতিহাসের দিক পরিবর্তন করেন। যেমন করেছিলেন ১৯৬৯ সালে অ্যাপেলো-১১ রকেটের সাহায্যে চাঁদে পৌঁছানো তিন মার্কিন নভোচারী; নীল আর্মস্ট্রং, বাজ অলড্রিন ও মাইকেল কলিন্স।

প্রথম দুজন পেয়েছিলেন চাঁদের মাটিতে প্রথম মানুষের পদচিহ্ন আঁকার সুযোগ। মাইকেল কলিন্স থেকে যান লুনার মডিউলে, ইতিহাসের এত কাছে এসেও সহযাত্রীদের মতো খ্যাতি অর্জনের সুযোগ না পাওয়ায় তাকে বলা হতো ‘ফরগটেন অ্যাস্ট্রোনট’ বা বিস্মৃত নভোচারী। কিন্তু, তা নিয়ে তাকে খুব একটা আক্ষেপ করতেও শোনা যায়নি।

আজ বুধবার (২৮ এপ্রিল) ইতিহাস সৃষ্টিকারী এই ব্যক্তিটি চিরতরে পৃথিবীর মায়া ত্যাগ করে সকল খ্যাতি বা সমালোচনার ঊর্ধ্বে চলে গেলেন। তার পরিবারের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এব্যাপারে জানা যায়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর।

“মাইক তার জীবনে আসা চ্যালেঞ্জগুলোকে বিনীত ও নম্রভাবে মোকাবিলা করেছেন। একইভাবে তিনি জীবনের শেষ চ্যালেঞ্জ বা মৃত্যুর মুখোমুখি হন। আমরা সকলেই তার শূন্যতা অনুভব করব। তবে আমরা এটাও জানি, মাইক তার নিজের জীবন নিয়ে দারুণ সন্তুষ্ট ছিলেন, এবং নিজেকে সৌভাগ্যবান মনে করতেন,” টুইটারে পোস্ট করা ওই বিবৃতিতে বলা হয়।

সর্বশেষ সংবাদ

প্রশাসনে থাকা ফ্যাসিবাদের দোসরদের তথ্য দিয়ে সহায়তার আহ্বান উপদেষ্টা আসিফের

প্রশাসনের বিভিন্ন স্তর থেকে ফ্যাসিবাদের দোসরদের বের করে দক্ষ জনবল নিয়োগের কাজ চলছে। এ ব্যাপারে, তথ্য দিয়ে সহায়তা করার...

এই বিভাগের অন্যান্য সংবাদ