spot_img

ইরানের লক্ষ্য একটাই-নিষেধাজ্ঞা একবারে তুলে নিতে হবে : আরাকচি

অবশ্যই পরুন

মার্কিন অন্যায় নিষেধাজ্ঞা প্রত্যাহার ও জাতীয় স্বার্থ রক্ষার জন্য ইরানের সংসদ ‘স্ট্র্যাটেজিক অ্যাকশান প্ল্যান’ নামের যে প্রস্তাব পাশ করেছে দেশটির সরকার তা বাস্তবায়নের জন্য সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে। মার্কিন সরকার পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার পর এবং ইউরোপীয়রাও তাদের প্রতিশ্রুতি পালন করতে ব্যর্থ হওয়ায় পর ইরান এ পদক্ষেপ নেয়।

পরমাণু সমঝোতা টিকিয়ে রাখার জন্য ইরান ব্যাপক চেষ্টা চালিয়ে যাচ্ছে। এরই অংশ হিসেবে ইরান ভিয়েনায় পরমাণু সমঝোতা বিষয়ক যৌথ কমিশনের বৈঠকে যোগ দিয়েছে। ভিয়েনায় চলমান আলোচনায় ইরানের কর্মসূচি ও লক্ষ্যের বিষয়টি স্পষ্ট। আর তা হচ্ছে আমেরিকার চাপিয়ে দেয়া সমস্ত নিষেধাজ্ঞা একবারে উঠিয়ে নিতে হবে এবং সত্যিই নিষেধাজ্ঞা উঠে গেছে কিনা তা পরীক্ষা নিরীক্ষা করেই ইরান পরবর্তী পদক্ষেপ নেবে এবং নিশ্চিত হওয়ার পর নিজের প্রতিশ্রুতিতে ফিরে আসবে।

ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি গতকাল ভিয়েনায় যৌথ কমিটির বৈঠক শেষে প্রেস টিভিকে দেয়া সাক্ষাতকারে বলেছেন, ‘পরমাণু সমঝোতার পর সাবেক প্রেসিডেন্ট ওবামা থেকে শুরু করে সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের শাসনকাল পর্যন্ত সময়ে ইরানের বিরুদ্ধে যত নিষেধাজ্ঞা দেয়া হয়েছে অবশ্যই সেগুলোকে প্রত্যাহার করে নিতে হবে।’সূত্র : পার্সটুডে

 

সর্বশেষ সংবাদ

মহানবী (সা.) রওজা শরিফ জিয়ারতে সৌদি আরবের নতুন নির্দেশনা

এখন থেকে মহানবী মুহাম্মদ (সা.) এর রওজা শরিফ জিয়ারতের জন্য আগাম অনুমতি নিতে হবে বলে জানিয়েছে সৌদি সরকার। দেশটির...

এই বিভাগের অন্যান্য সংবাদ