রাগে মাথায় স্ত্রীকে তালাক দেন স্বামী। কিন্তু পরক্ষণেই বুঝতে পারেন ভুল হয়ে গেছে। পরে স্ত্রীকে ফিরে পেতে মরিয়া হয়ে ওঠেন স্বামী। কিন্তু তালাক দেওয়া স্ত্রীকে কাছে পেতে বাধা হয়ে দাঁড়ায় তার গ্রামের লোকজন। গ্রামের মাতব্বররা সিদ্ধান্ত দেন হিল্লা বিয়ে ছাড়া কোনো অবস্থাতেই স্ত্রীকে ফেরত পাবেন না স্বামী ইয়াকুব। ঠিক হয় ইয়াকুবের দোকানের কর্মচারী বোকা কিচিমের সুমন ২০ হাজার টাকার বিনিময়ে তানিয়াকে বিয়ে করে আবার তালাক দেবেন।
কিন্তু সুমন তানিয়াকে বিয়ে করার পর তাকে তালাক দিতে অস্বীকৃতি জানান। ইয়াকুব নানা রকম ফন্দি ফিকির করেন সুমনের কাছ থেকে তার স্ত্রীকে ফিরিয়ে আনার। সুমন ‘নাছোড়বান্দা’ সবকিছু ছাড়তে রাজি হলেও তানিয়াকে ছাড়তে নারাজ। শুরু হয় সুমন ও ইয়াকুবের মধ্যে তানিয়াকে নিয়ে ‘লড়াই’। ঘটতে থাকে মজার সব ঘটনা।
এমন গল্প নিয়েই নির্মিত হয়েছে নাটক ‘হিল্লা বিয়ে’। ‘হিল্লা বিয়ে’তে সুমন চরিত্রে অভিনয় করেছেন রাশেদ সীমান্ত, তানিয়া চরিত্রে নাদিয়া আহমেদ, ইয়াকুব(স্বামী) চরিত্রে অলিউল হক রুমি।
রাশেদ সীমান্ত বলেন, ‘নাটকের গল্প অসাধারণ। ঈদের জন্য এ নাটকটিতে কাজ করে অনেক ভালো লেগেছে আমার।’
টিপু আলম মিলনের গল্পে নাটকটি পরিচালনা করেছেন সরদার রোকন।
বৈশাখী টিভিতে ঈদের দিন রাত ৮টা ১০ মিনিটে প্রচার হবে নাটকটি।