spot_img

হিরো আলমের অ‌্যারাবিয়ান গান নিয়ে চলছে আলোচনা-সমালোচনা (ভিডিও)

অবশ্যই পরুন

যমুনার বালুচরকে ‌‘মরুভূমি বানিয়ে’ হিরো আলমের গাওয়া আরবি ভাষার গানটি আজ বুধবার প্রকাশ করা হয়েছে।

নতুন গানের বিষয়ে হিরো আলম বলেছেন, রমজান মাসে আরবি ভাষায় গান গাওয়ার অনুরোধ করছে ভক্তরা। তাই গাইলাম।

গানের ভিডিওতে মরুভূমির মতো আবহ আনার চেষ্টা করা হয়েছে।

মধ্যপ্রাচ্যের বাসিন্দাদের বেশভূষাও ধারণ করেছেন হিরো আলম। বগুড়ার সারিয়াকান্দিতে যমুনার চরে ভিডিওর শুটিং হয়েছে। হিরো আলমের সহ-গায়ক ছিলেন রাব্বী।

মুক্তির কয়েক ঘণ্টার মধ‌্যে দেখা হয়েছে প্রায় দেড় লাখেরও বেশি বার। মন্তব‌্য পড়েছে প্রায় ৫ হাজার।

নেটিজেনরা গানটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ব‌্যক্ত করেছেন। রবিন নামে একজন লিখেছেন—‘ব‌্যক্তিগতভাবে বলতে পারি হিরো আলমের সেরা গান এটি। তথা বাংলাদেশের আর কেউ এমন নজির দেখাতে পারে নাই!’ কেউ কেউ কটাক্ষ করেও মন্তব‌্য করছেন। রনি নামে একজন লিখেছেন—‘অবশেষে মুক্তি পেলো হিরো আলম স্যারের আরবি গান, গান ও এডিটিং সব মিলিয়ে আমার কাছে ভালোই লাগলো। যমুনা নদীর চর হয়ে গেল সাহারা মরুভূমি। যাই হোক স্যারের জন্য শুভ কামনা, ভবিষ্যতে হয়তো আরো ভিন্ন ভাষার গান স্যার আমাদেরকে উপহার দিবেন।’

প্রসঙ্গত, আশরাফুল আলম ওরফে হিরো আলম বগুড়ার একজন কেবল ব্যবসায়ী। স্থানীয়ভাবে মিউজিক ভিডিও করে আলোচিত হন।এরপর নির্বাচনে অংশ নিয়েছেন, চলচ্চিত্রেও অভিনয় করেছেন।

সর্বশেষ সংবাদ

প্রেসিডেন্ট হিসেবে কবে শপথ নিচ্ছেন ট্রাম্প?

অনেক চড়াই-উতরাই পেরিয়ে আবারও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বিশাল জয় পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে সমর্থকদের উদ্দেশে বিজয়ীর ভাষণ দিয়েছেন...

এই বিভাগের অন্যান্য সংবাদ