spot_img

ভারতে পাওয়া করোনার ধরন ‌নিষ্ক্রিয় করতে পারে কোভ্যাক্সিন: ডা. অ্যান্থনি ফাউচি

অবশ্যই পরুন

ভারত বায়োটেক উদ্ভাবিত টিকা ‘কোভ্যাক্সিন’ ভারতে প্রথম শনাক্ত হওয়া ‘বি.১.৬১৭’ নামে করোনার ডাবল মিউট্যান্ট ধরনটিকে নিষ্ক্রিয় করতে পারে। স্থানীয় সময় মঙ্গলবার এমন তথ্য জানিয়েছেন যুক্তরাষ্ট্র তথা বিশ্বের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডা. অ্যান্থনি ফাউচি।

হোয়াইট হাউসের চিফ মেডিকেল অ্যাডভাইজার ফাউচি বলেন, ‘আমরা এ বিষয়ে অধিকতর তথ্য-উপাত্ত সংগ্রহ করে চলেছি। তবে সাম্প্রতিক তথ্যে দেখা গেছে, কোভ্যাক্সিন ‘বি.১.৬১৭’ নিষ্ক্রিয় করতে পারে। এই টিকা যারা নিয়েছেন তাদের মাধ্যমে এই তথ্য পাওয়া গেছে।’

প্রখ্যাত এই সংক্রামক রোগ বিশেষজ্ঞ সাংবাদিকদের আরও বলেছেন, ‘ডাবল মিউট্যান্ট এই ধরনটিকে নিষ্ক্রিয় করতে সক্ষম হওয়ার কারণে করোনার প্রকোপে ভারতে যে কঠিন পরিস্থিতি চলছে তা মোকাবিলায় এই কোভ্যাক্সিন টিকা একটি ভালো সমাধান হতে পারে।’

বিশ্বের অন্তত ১৭টি দেশে করোনার এই ভারতীয় ভ্যারিয়েন্ট বা ধরন পাওয়া গেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) গতকাল মঙ্গলবার এ তথ্য জানিয়েছে। করোনার এ অতি সংক্রামক ধরন ভারতে মারাত্মকবাবে প্রকোপ ছড়াতে ভূমিকা রাখছে বলে ধারণা করা হচ্ছে।

ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্স (আইসিএমআর) ও ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলোজির সঙ্গে মিলে কোভ্যাক্সিন নামে এই টিকাটি তৈরি করেছে ভারত বায়োটেক। ভারত সরকার ইতোমধ্যে যে তিনটি করোনা টিকার অনুমোদন দিয়েছে এটি অন্যতম।

গত ৩ জানুয়ারি ভারতের কেন্দ্রীয় ওষুধ প্রশাসন কর্তৃপক্ষ কোভ্যাক্সিন জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছিল। ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্স এর আগে জানিয়েছিল, ক্লিনিক্যাল ট্রায়ালে দেখা গেছে করোনার সংক্রমণ ঠেকাতে এই টিকা ৭৮ শতাংশ কার্যকর।

সর্বশেষ সংবাদ

ক্ষমতা গ্রহণের পর প্রথম কাজ রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করা: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, জানুয়ারি মাসে দায়িত্ব গ্রহণের পর তার প্রথম কাজ হবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করা।...

এই বিভাগের অন্যান্য সংবাদ