spot_img

দুই-একদিনের মধ্যে বাসায় ফিরবেন খালেদা জিয়া: ব্যক্তিগত চিকিৎসক

অবশ্যই পরুন

খালেদা জিয়া হাসপাতালে ভর্তি হলেও তার শারীরিক অবস্থা ভালো আছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এফ এম সিদ্দিকী। তিনি বলেন, ‘খুব বেশি হলে এক-দুদিন খালেদা জিয়াকে হাসপাতালে থাকতে হতে পারে। এরপর তাকে বাসায় নিয়ে যাবো।’ মঙ্গলবার (২৭ এপ্রিল) রাতে এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়াকে ভর্তি করানোর মধ্যরাতে তার ডা. সিদ্দিকী এই তথ্য জানিয়েছেন।

ডা. সিদ্দিকী ব্রিফিংকালে বলেন, ‘খালেদা জিয়া হাসপাতালে ভর্তি হলেও দুশ্চিন্তার কিছু নেই। সার্বিকভাবে তার চেকআপ যেন একবারে করা যায়, মুলত সেজন্যই তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। করোনা আক্রান্ত হলেও তার তেমন কোনো জটিলতা নেই। দ্বিতীয় সিটি স্ক্যানের রিপোর্টও ভালো এসেছে। বাকি পরীক্ষা-নিরীক্ষার রিপোর্টগুলো আবার আমরা রিভিউ করবো। তারপর অন্যান্য চিকিৎসা পদ্ধতির বিষয়ে সিদ্ধান্তে যাবো।’

এই চিকিৎসক আরও বলেন,  ‘সব টেস্টের রিপোর্ট পাওয়ার পর আমরা রিভিউ করবো। তারপর তাকে বাসায় নিয়ে যাবো।’

প্রসঙ্গত, গত ১০ এপ্রিল খালেদা জিয়া করোনা পজিটিভ হন। দুই সপ্তাহ পর দ্বিতীয় দফা নমুনা টেস্টেও তিনি করোনামুক্ত হতে পারেনিনি। তবে, চিকিৎসকরা জানিয়েছেন, করোনা আক্রান্ত হলেও খালেদা জিয়া শারীরিকভাবে স্থিতিশীল আছেন।

সর্বশেষ সংবাদ

মানসিক সমস্যায় ভুগছেন এমবাপ্পে!

ছোট থেকে স্বপ্ন দেখতেন, একদিন রিয়াল মাদ্রিদের জার্সিতে খেলবেন। স্বপ্ন এখন বাস্তব। কিলিয়ান এমবাপ্পে রিয়ালের হয়ে গত অগাস্ট থেকেই...

এই বিভাগের অন্যান্য সংবাদ