উদ্বোধনী দুই ব্যাটসম্যান ফিরে গিয়েছিলেন টানা দুই বলে। এরপর গ্লেন ম্যাক্সওয়েলও ইনিংসটাকে খুব একটা লম্বা করতে পারেননি। তবে ব্যাট হাতে দলের হাল ধরলেন এবি ডি ভিলিয়ার্স। তার ব্যাটে চড়ে দিল্লি ক্যাপিটালসের সামনে ১৭২ রানের লক্ষ্য দিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নামে বেঙ্গালুরু। তাদের ৩০ রানের উদ্বোধনী জুটি এনে দেন বিরাট কোহলি ও দেবদূত পাড্ডিকেল। ২ চারে ১১ বলে ১২ রান করে আবেশ খানের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরত যান কোহলি।
এর ঠিক পরের বলেই আউট হন পাড্ডিকেল। তিনি বোল্ড হন ইশান্ত শার্মার বলে। তার আগে ১ চার ও ২ ছক্কায় ২০ বলে ২৫ রান করেন তিনি। এরপর রাজাত পাতিদারের সঙ্গে জুটি গড়েন গ্লেন ম্যাক্সওয়েল। ২ ছক্কা ও ১ চারে ২০ বলে ২৫ রান করে অমিত মিশ্রার বলে স্টিভেন স্মিথের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরত যান তিনি।
বেঙ্গালুরর ইনিংস এরপর পাতিদারকে সঙ্গে করে এগিয়ে নেন ভিলিয়ার্স। পাতিদার ২ ছক্কায় ২২ বলে ৩১ রান করে আউট হলেও শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ভিলিয়ার্স। ৩ চার ও ৫ ছক্কায় ৪২ বলে ৭৫ রানে অপরাজিত থাকেন তিনি। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭১ রানে থামে বেঙ্গালুরুর ইনিংস।