সুইডিশ তারকা ফুটবলার ইব্রাহিমোভিচের একটি বেটিং কোম্পানির ব্যবসায়ীক অংশীদার হওয়ার ঘটনায় তদন্ত করা করবে ইউয়েফা। সুইডিশ স্পোর্টস ম্যাগাজিন স্পোর্ট প্লাসের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে এমনটা।
প্রতিবেদনটির মতে সম্প্রতি ৩৯ বছর বয়সী এই ফরোয়ার্ড একটি বেটিং কোম্পানির আর্থিক অংশীদার হন, যা ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থা-ইউয়েফার নীতির পরিপন্থি। ইউয়েফার নীতিতে স্পষ্ট উল্লেখ করা আছে কোনো খেলোয়াড় বেটিং বা এর সঙ্গে জড়িত কোনো আর্থিক কর্মকান্ডে অংশ নিতে পারবেন না।
ইউয়েফার আনুষ্ঠানিক এক বিবৃতিতে বলা হয়,‘স্লাতান ইব্রাহিমোভিচের বিরুদ্ধে একটি বেটিং সংস্থায় আর্থিক আগ্রহের অভিযোগের ভিত্তিতে ইউয়েফার শৃঙ্খলা বিধি লঙ্ঘন সম্পর্কিত একটি তদন্ত করার জন্য ইউয়েফার একজন নীতি ও শৃঙ্খলা পরিদর্শককে নিয়োগ দেওয়া হয়েছে।’
গত সপ্তাহেই নিজ ক্লাব এসি মিলানের সঙ্গে এক বছরের জন্য চুক্তি নবায়ন করেছেন ইব্রাহিমোভিচ। এই মৌসুমে দারুণ ছন্দে আছেন অভিজ্ঞ এই স্ট্রাইকার। সব প্রতিযোগিতা মিলিয়ে ২৫ ম্যাচে ১৭ গোল করেছেন তিনি।
গত মাসে আন্তর্জাতিক অবসর থেকে ফিরে পাঁচ বছর পর সুইডেনের জাতীয় দলের জার্সি গায়ে চাপান তিনি।
শুধু ইউয়েফার বেটিং তদন্তই নয়, ইব্রার জন্য সোমবার আরও খারাপ খবর ছিল। কোপা ইতালিয়ার ম্যাচে রোমেলু লুকাকুর সঙ্গে বিবাদে জড়ানোর কারণে তাকে চার হাজার ইউরো জরিমানাও করা হয়।
জানুয়ারিতে ইন্টার মিলানের বিপক্ষে ওই ম্যাচে লুকাকু অভিযোগ করেন বাদানুবাদের এক পর্যায়ে ইব্রাহিমোভিচ তার বিরুদ্ধে বর্ণবাদী মন্তব্য করেন। ইব্রাহিমোভিচ অস্বীকার করেন অভিযোগ।
সেই অভিযোগের সত্যতা পায়নি সেরি আর তদন্ত কমিটি। লুকাকুকেও তিন হাজার ইউরো জরিমানা করা হয়েছে ওই ঘটনার জন্যে।