করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে নিজস্ব টিকা প্রস্তুতের ঘোষণা দিয়েছে ইরান। রোববার দেশটির আধা-সরকারি ফারস নিউজ এজেন্সির প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
করোনা মোকাবেলায় গঠিত ইরানের সায়েন্টিফিক কমিটির প্রধান মোহাম্মদ মুখবারের বরাত দিয়ে এই প্রতিবেদনে বলা হয়, ইরানের দেশীয় কোভ-ইরান বারেকাত টিকার তৃতীয় ধাপের পরীক্ষা শেষ হওয়ায় দশ লাখ ডোজ আগামী এক মাসের মধ্যে সরবরাহ করা হবে।
জুন মাসের মাঝামাঝি আরো ৩৫ লাখ ডোজ টিকা এবং সেপ্টেম্বর নাগাদ পাঁচ কোটি ডোজ প্রস্তুত করা হবে বলে খবরে জানানো হয়।
ইরানের দ্বিতীয় অপর এক দেশীয় টিকা কোভ-পারস গত ২৮ ফেব্রুয়ারিতে ১৩৩ স্বেচ্ছাসেবকের অংশগ্রহণে পরীক্ষণ শুরু হয়। জুনের শুরু থেকে আরো পাঁচ শ’ স্বেচ্ছাসেবকের অংশগ্রহণে দ্বিতীয় দফার পরীক্ষণ শুরু হবে।
জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুসারে, বাংলাদেশ সময় সোমবার দুপুর ২টা পর্যন্ত ইরানে ২৩ লাখ ৯৬ হাজার দুই শ’ চারজন করোনাভাইরাস সংক্রমণে আক্রান্ত হয়েছেন। ভাইরাস সংক্রমণে মৃত্যু হয়েছে ৬৯ হাজার পাঁচ শ’ ৭৪ জনের।
সূত্র : ইয়েনি শাফাক