spot_img

আফগানিস্তানে সন্ত্রাসী হামলায় পুলিশসহ নিহত ১৪

অবশ্যই পরুন

আফগানিস্তানে সন্ত্রাসীদের আলাদা হামলায় পুলিশসহ অন্তত ১৪ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অনেকে। শনিবার দেশটির তিনটি প্রদেশে এ হামলার ঘটনা ঘটে। এর মধ্যে রাজধানী কাবুলে সন্ত্রাসী হামলায় চার পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। দক্ষিণাঞ্চলীয় গজনি প্রদেশে রাস্তার পাশে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে বেশ কয়েকজন সাধারণ মানুষ হতাহত হন। এদিন কান্দাহার প্রদেশেও হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। সব হামলার ঘটনায় এখন পর্যন্ত কোনো গোষ্ঠী দায় স্বীকার করেনি।

এর আগে ২১ এপ্রিল আফগানিস্তান থেকে চলতি বছরই সেনা প্রত্যাহার প্রক্রিয়া শেষ করতে চলেছে যুক্তরাষ্ট্র। ফলে তালেবানের উত্থান নিয়ে রীতিমতো উদ্বিগ্ন বিশ্ব। এ পরিস্থিতিতে আফগান সীমান্তে জিহাদি কার্যকলাপ থামাতে পাকিস্তানের সঙ্গে আলোচনায় বসে যুক্তরাষ্ট্র।

ওই দিন এক সংবাদ সম্মেলনে পেন্টাগনের প্রেস সেক্রেটারি জন কিরবি বলেন, আফগান সীমান্তে সন্ত্রাসবাদ নিয়ে পাকিস্তানের সঙ্গে আমরা আলোচনা করেছি। আমার মনে হয় এটা তাদের (পাকিস্তান) মনে করিয়ে দেওয়া উচিত যে নিজেদের দেশে সন্ত্রাসবাদী কার্যকলাপে তারাও সমস্যায় পড়ছে।

সেনা প্রত্যাহার নিয়ে এক প্রশ্নের উত্তরে কিরবি সাফ জানান, ২২ সেপ্টেম্বরের মধ্যে আফগানিস্তান থেকে মার্কিন ফৌজ সরানো নিয়ে বদ্ধপরিকর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

গত ১৪ এপ্রিল মার্কিন ইতিহাসের অন্যতম দীর্ঘ যুদ্ধ বন্ধের ঘোষণা দেন প্রেসিডেন্ট জো বাইডেন। আগামী ১১ সেপ্টেম্বর টুইন টাওয়ারে সন্ত্রাসী হামলার ২০তম বার্ষিকীর আগেই আফগানিস্তান থেকে সব সেনা প্রত্যাহারের কথা জানান তিনি।

সর্বশেষ সংবাদ

সশস্ত্রবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বাড়লো আরও ৬০ দিন

বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও এর ওপরের সমপদমর্যাদার কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতার মেয়াদ আরো দুই মাস (৬০...

এই বিভাগের অন্যান্য সংবাদ