spot_img

সেই মারুফকে পাঠানো হলো আশ্রয়কেন্দ্রে

অবশ্যই পরুন

আদালতের আদেশের ভিত্তিতে লকডাউন নিয়ে প্রশ্ন তোলা পথশিশু মারুফকে সমাজসেবা অধিদপ্তরের মিরপুর আশ্রয়কেন্দ্রে পাঠানো হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিরাপত্তা ও চিকিৎসা দিতে তাকে সেখানে পাঠানো হয়েছে বলে জানা গেছে। ওসি মিজানুর রহমান বলেন, ‘তাকে আনার পরে আমরা করোনা টেস্ট করিয়েছি। পরিষ্কার-পরিচ্ছন্ন করিয়ে ভালো কাপড় পরাই। এরপর খাওয়া-দাওয়া করিয়ে মিরপুর সমাজসেবা অফিসে হস্তান্তর করেছি। এখন থেকে ওর খাওয়া-দাওয়া, বসবাসের বিষয়গুলো সরকারিভাবে দেখা হবে।’

গত সোমবার পুরান ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত এলাকায় কোনো এক গণমাধ্যম সাংবাদিকের লাইভের মাঝে ঢুকে পড়ে মামুন। সে বলে, ‘আচ্ছা, এই যে লকডাউন দিয়েছে, সামনে ঈদ, মানুষ খাবে কী? মাননীয় মন্ত্রী যে লকডাউন দিয়েছে,….এটা একটা ভুয়া। থ্যাংক ইউ।’ এই ভিডিওটি প্রকাশের পরপরই ভাইরাল হয়ে যায়। অনেকে শিশুটির সাহসিকতা, সাবলীলভাবে কথা বলা ও স্মার্টলি ক্যামেরার ফ্রেম থেকে বেরিয়ে যাওয়া দেখে প্রশংসা করেন।

এদিকে, নেটিজেনরা যখন মারুফের প্রশংসা করছেন, সে সময়ই ভাইরাল হয় তার আরেকটি ছবি। দেখা গেছে, তার চোখে-মুখে মারের জখম, একটি চোখ ফোলা। ওই ছবিটি নিয়ে ফেসবুকে গুঞ্জন শুরু হয়েছে, লকডাউন প্রসঙ্গে এমন বক্তব্য দিয়ে কোনো একটি পক্ষের রোষানলে পড়েছে শিশুটি। তাই তাকে মারধর করা হয়েছে। একটি অনলাইন গণমাধ্যম মারুফকে খুঁজে বের করে। সে আসলেই আক্রান্ত হয়েছে কিনা জানতে চাইলে মারুফ বলে, ‘আমারে পুলিশে লয়া যাইতে চাইসিলো, আমি আয়া পরসি। আমারে মারসে।’

মারুফের বাবা থাকে তাদের গ্রামের বাড়ি। তার মা আরেকজনের সঙ্গে চলে গেছেন বলেও মারুফ জানায়। ওই ভিডিওতে তাকে ফের আগের কথাও বলতে শোনা যায়।

এমন ছবি ও গুঞ্জনের বিষয়টি ফের ভাইরাল হয়ে পড়ে নেট দুনিয়ায়। অনেকেই দুঃখপ্রকাশ করে শিশুটির নির্যাতনকারীদের বিচার দাবি করেন। কেউ বা তার দায়িত্ব নিতে চান। অনেকে আবার তাকে খুঁজে বের করে খাবার দেন। এক ফেসবুক ব্যবহারকারী মারুফের খাবার-পোশাক ও পড়াশোনার দায়িত্ব নিয়েছেন বলেও পোস্ট দেন।

সর্বশেষ সংবাদ

হাফপ্যান্ট পরে কনসার্ট করায় গায়িকাকে আক্রমণ

ভারতীয় গায়িকা সুনিধি চৌহান। বলিউডের বহু ছবিতে প্লেব্যাক করেছেন তিনি। ‘মস্ত’ ছবির ‘রুকি রুকি সি জিন্দেগি’ গানের পরই জনপ্রিয়তা...

এই বিভাগের অন্যান্য সংবাদ