ইপিএলে লন্ডন ডার্বিতে ওয়েস্ট হ্যাম’কে ১-০ গোলে হারিয়েছে চেলসি। ৩২ ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে টেবিলের চারে আছে থমাস টুখেলের দল। এদিকে, লিগ ওয়ানে কাঙ্ক্ষিত লক্ষ্যে’র দেখা পেয়েছে পিএসজি। এমবাপ্পের জোড়া গোলে মেজ’কে ৩-১ গোলে হারিয়ে টেবিলের শীর্ষে উঠে এসেছে পচেত্তিনোর দল।
মাত্রই একটা ঝর বয়ে গেছে চেলসির ওপর দিয়ে। সুপার লিগ নামক সে ফাঁদে পা দিয়ে কম সমালোচনা শুনতে হয়নি ব্লু’দের। সমর্থকদের তোপের মুখে সুবুদ্ধির উদয় হয় ক্লাব কর্তাদের। তীব্র বিরোধিতার মুখে সরে আসে চেলসি। স্বস্তি ফেরে সমর্থকদের প্রাণে। সমর্থকদের জন্যই ফুটবল। তাই তাদের চাওয়াটাই প্রাধান্য পেয়েছে ক্লাবের কাছে। লন্ডন ডার্বিতে মাঠে নামার আগে তাই ফুটবলার ও ক্লাব সবার চোখেমুখেই ছিলো ভুলে পথে পা না বাড়ানোর আনন্দ। মাঠের খেলায়ই পুরো মনোযোগ টুখেল ছাত্রদের।
ম্যাচে লিড পেতে যদিও কিছুটা সময় নিয়েছে চেলসি। ৪৩ মিনিটে নিষ্প্রাণ লন্ডন স্টেডিয়ামে প্রাণের স্পন্দন ছড়িয়ে দেন টিমো ওয়ার্নার। তাকে বলের যোগান দিয়েছেন চেলওয়েল। বিরতির পর আরো গোলের আশা করেছিলেন সমর্থকরা। কিন্তু মাঠে তার বাস্তবায়ন হয়নি। শেষ পর্যন্ত ১ গোলেই সন্তুষ্ট থাকতে হয় চেলসিকে।
চেলসির পথে হাটেনি অবশ্য পিএসজি। লিগ ওয়ানে উৎসব করেছে পচেত্তিনোর দল। সুপার লিগ নামক মরিচিকায় পা দেয়নি প্যারিসিয়ানরা। লিগেই চোখ তাদের। স্তাদে সেইন্ট সিমফোরিয়ানে মেজ’কে হারালেই মিলবে শীর্ষস্থান। সে লক্ষ্যেই অপ্রতিরোধ্য ছিলো প্যারিসিয়ান। মাত্র চার মিনিটেই মেজের মাঠে তাদের হতাশ করেন কিলিয়ান এমবাপ্পে। অ্যান্ডার হেরেরার বাড়ানো বলে রক্ষণভাগের ফুটবলারদের কাটিয়ে গোল করেন ফরাসি তারকা।
দ্বিতীয়ার্ধের শুরুতেই মেজকে সমতা উপহার দেন ফ্যাবিয়ান সঁওজ। তবে, সমতার আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। ৫৯ মিনিটে দলের সেরা তারকা নেইমারের পাস আর এমবাপ্পের পায়ের যাদু।
দুইয়ের মেলবন্ধনে ২-১ গোলেএগিয়ে যায় পিএসজি। জোড়া গোলের পর এমবাপ্পেকে তুলে নেন কোচ। তাতে ম্যাচে কোন পরিবর্তন হয়নি। বদলি হিসেবে নেমে ৮৯ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন ইকার্দি। দারুন জয়ে লিলে’কে হটিয়ে ৭২ পয়েন্ট নিয়ে টেবিলের রাজা এখন পিএসজি।