spot_img

শিরোপা পুনরুদ্ধারের পথে সিটি

অবশ্যই পরুন

ভিলা পার্কে বুধবার ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়া ম্যানচেস্টার সিটি ঘুরে দাঁড়ালো দারুণভাবে। শেষ পর্যন্ত সেটা ধরে রেখে অ্যাস্টন ভিলাকে তাদেরই মাঠে হারিয়ে প্রিমিয়ার লিগে জয়ে ফিরল পেপ গুয়ার্দিওলার দল। এরফলে শিরোপা পুনরুদ্ধারের পথে আরও এগিয়ে গেল দলটি।

বুধবার প্রিমিয়ার লিগের ম্যাচে ২-১ গোলে জিতেছে সিটি। প্রথম মিনিটেই জন ম্যাকগিনের গোলে পিছিয়ে পড়া দলটি সমতায় ফেরে ফিল ফোডেনের গোলে। প্রথমার্ধেই সফরকারীদের এগিয়ে নেন রদ্রি। এরআগে গত জানুয়ারিতে নিজেদের মাঠে ২-০ গোলে জিতেছিল সিটি।

প্রতিপক্ষের মাঠে বুধবার বল গড়ানোর সঙ্গে সঙ্গে বিপদে পড়ে সিটি। ২০ সেকেন্ডের মাথায় গোল হজম করে দলটি। ডান প্রান্ত থেকে ওলি ওয়াটকিন্সের দারুণ পাস ডি বক্সে পেয়ে ডান পায়ের নিচু শটে স্বাগতিকদের এগিয়ে নেন স্কটিশ মিডফিল্ডার ম্যাকগিন। পেছনে পড়ার পর ঘুরে দাঁড়াতে মরিয়া হয়ে ওঠে সিটি। সে সুবাদে ২০তম মিনিটে শটে নেন রিয়াদ মাহরেজ। কিন্তু তাকে প্রতিহত করেন শট বামে ঝাঁপিয়ে ঠেকালেও দুই মিনিট পর কিছুই করার ছিল না গোলরক্ষকের। দারুণ দলীয় আক্রমণে ডান প্রান্ত থেকে কাটব্যাক দেন বের্নার্দো সিলভা। ডান পায়ের শটে সহজেই সমতা টানেন আরেক মিডফিল্ডার ফোডেন।

এদিকে ম্যাচের ৪০তম মিনিটে এগিয়ে যায় সফরকারীরা। এবার ডানপ্রান্ত থেকে গোলমুখে ক্রস দেন সিলভা। লাফিয়ে ফ্লিক হেডে লক্ষ্যভেদ করেন স্প্যানিশ মিডফিল্ডার রদ্রি। এর কিছুক্ষণ পরই দলটি বিপদে পড়ে স্টোনস লাল কার্ড দেখায়। তবে ৫৭তম মিনিটে ফোডেনকে অহেতুক ফাউল করে ডিফেন্ডার ক্যাশ দ্বিতীয় হলুদ কার্ড দেখলে অ্যাস্টনও পরিণত হয় ১০ জনের দলে।

প্রথমার্ধে দারুণ খেললেও দ্বিতীয়ার্ধে নিজেদের মেলে ধরতে পারেনি সিটি। তবে নিজেদের জাল ঠিকই অক্ষুন্ন রাখে দলটি। যে কারণে জয় নিয়ে ফিরেছে পেপ গার্দিওলার শিষ্যরা।

এ জয়ে লিগ পুনরুদ্ধারের অভিযানে ১১ পয়েন্টে এগিয়ে গেল ম্যানচেস্টার সিটি। এখন পর্যন্ত ৩৩ ম্যাচে ২৪ জয় ও পাঁচ ড্রয়ে তাদের পয়েন্ট ৭৭। এক ম্যাচ কম খেলে ৬৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ম্যানচেস্টার ইউনাইটেড।

সর্বশেষ সংবাদ

জিএসপি সুবিধা ফিরে পেতে চেষ্টা করছে সরকার: বাণিজ্য উপদেষ্টা

যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের শুল্ক মুক্ত প্রবেশের সুবিধা (জিএসপি) ফিরে পেতে শ্রম অধিকার সংক্রান্ত দেশটির চাহিদা পূরণ করতে হবে।...

এই বিভাগের অন্যান্য সংবাদ