spot_img

কৃষ্ণাঙ্গ তরুণী হত্যা, প্রতিবাদে উত্তাল যুক্তরাষ্ট্র

অবশ্যই পরুন

যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যে পুলিশের গুলিতে এক কৃষ্ণাঙ্গ তরুণী নিহতের ঘটনায় বিক্ষোভে ফুসছে কলম্বাস।

বহুল আলোচিত কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েডকে হত্যার অভিযোগে গত মঙ্গলবার (২০ এপ্রিল) মিনিয়াপোলিশের শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তা ডেরেক চৌভিনকে দোষী সাব্যস্ত করে রায় ঘোষণার কিছুক্ষণ আগেই বিকেলে পৌনে ৫টার দিকে ওহাইওতে ১৬ বছর বয়সী ওই কৃষ্ণাঙ্গ তরুণীকে গুলি করে হত্যা করা হয়। নিহত তরুণীর নাম মা’খিয়া ব্রায়ান্ট। সে শিশু-কিশোরদের লালন-পালন কেন্দ্রে ছিল।

ঘটনার পর মঙ্গলবার রাতেই কলম্বাস শহরের বিভিন্ন সড়কে বিক্ষোভে সামিল হয় মানুষ। পথে পথে বিক্ষুব্ধ জনতা পুলিশি হামলার প্রতিবাদ জানায়। পুলিশ স্থানীয় বাসিন্দাদের শান্ত থাকার অনুরোধ জানিয়ে ঘটনার সুষ্ঠু তদন্তের আশ্বাস দিচ্ছে।

এদিকে ওই ঘটনায় বডিক্যামের ফুটেজ প্রকাশ করেছে ব্যুরো অব ক্রিমিনাল ইনভেস্টিগেশন। যেখানে মেয়েটিকে গুলি করার আগে কয়েকজন মানুষ মিলে এক ব্যক্তির ওপর হামলা চালাতে দেখা গেছে।

পুলিশ জানিয়েছে, ভিডিওতে দেখা গেছে, একটি কিশোরী মেয়ে দুজন নারীকে ছুরিকাঘাত করার চেষ্টা করছে। তখন একজন পুলিশ কর্মকর্তা ঘটনাস্থলে একটি বাড়ির পার্কিংয়ে পৌঁছান। তিনি ওই কিশোরীকে লক্ষ্য করে বেশ কয়েকবার গুলি করেন (ভিডিওতে ৪টি গুলির শব্দ শোনা যাচ্ছে)। এরপর মেয়েটি পার্ক করা একটি গাড়ির পাশে মাটিতে পড়ে যায়। একটি ছুরি মেয়েটির পাশে পড়ে থাকতে দেখা যায়।

হত্যাকাণ্ডের পরপরই কলম্বারের মেয়র অ্যান্ড্রু গিন্থার এক টুইট বার্তায় লিখেছেন- ‘দুঃখজনকভাবে একটি তরুণী মেয়ে প্রাণ হারিয়েছে।’

গেল বছরের ২৫ মে যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের বৃহত্তম শহর মিনিয়াপোলিসে শ্বেতাঙ্গ পুলিশের হাতে কৃষ্ণাঙ্গ তরুণ জর্জ ফ্লয়েড হত্যার ঘটনায় গোটা বিশ্ব প্রতিবাদে এক হয়েছিল।

গত ১১ এপ্রিল যুক্তরাষ্ট্রের মিনোসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিস শহরের কাছে ব্রুকলিন সেন্টার এলাকায় পুলিশের গুলিতে দান্তে রাইট নামে ২০ বছর বয়সী এক কৃষ্ণাঙ্গ তরুণ নিহতের ঘটনায় গোটা দেশ বিক্ষোভে উত্তাল হয়ে পড়ে।

সর্বশেষ সংবাদ

ড. ইউনূসের ভিশনের দিকে তাকিয়ে যুক্তরাজ্য: ক্যাথরিন ওয়েস্ট

যুক্তরাজ্যের ভারত-প্রশান্ত মহাসাগরবিষয়ক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট বলেছেন, বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ যাত্রায় প্রফেসর ইউনূসের ভিশনের দিকে তাকিয়ে আছে যুক্তরাজ্য।...

এই বিভাগের অন্যান্য সংবাদ