spot_img

হেফাজতের সহকারী মহাসচিব মাওলানা আতাউল্লাহ গ্রেফতার

অবশ্যই পরুন

হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব ও বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীনকে গ্রেফতার করেছে র‍্যাব।

মঙ্গলবার দিবাগত রাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে র‍্যাব। র‍্যাব জানায়, পল্টন থানার একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

এছাড়াও আইনশৃঙ্খলা বাহিনী সূত্র জানায়, হেফাজত নেতা আতাউল্লাহ আমীন ২০১৩ সালের হেফাজতের শাপলা চত্বরে করা নাশকতার মামলার অন্যতম আসামি।

গেল মার্চে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিরোধিতা করে সরকারের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়েছিল হেফাজত। এর পর থেকেই বিভিন্ন মামলায় গ্রেফতার করা হচ্ছে হেফাজত নেতাদের। গেল ১৮ এপ্রিল সংগঠনটির যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হককে গ্রেফতার করা হয়। ১৯ এপ্রিল পর্যন্ত সংগঠনটির অন্তত ১২ জন হেভিওয়েট নেতা গ্রেফতার হয়েছেন।

এরইমধ্যে সোমবার রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় গিয়ে তার সঙ্গে দেখা করেছেন হেফাজতে ইসলামের নেতারা। এটিকে সরকারের সঙ্গে সমঝোতায় আসার চেষ্টার একটি ইঙ্গিত বলেই মনে করা হচ্ছে।

সর্বশেষ সংবাদ

সশস্ত্রবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বাড়লো আরও ৬০ দিন

বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও এর ওপরের সমপদমর্যাদার কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতার মেয়াদ আরো দুই মাস (৬০...

এই বিভাগের অন্যান্য সংবাদ