spot_img

জেতার জন্যই আমরা শ্রীলঙ্কায় এসেছি: মুমিনুল

অবশ্যই পরুন

বুধবার থেকে শ্রীলঙ্কার বিপক্ষে শুরু হচ্ছে বাংলাদেশের টেস্ট মিশন। তার আগে মঙ্গলবার অধিনায়ক মুমিনুল জানালেন জেতার জন্যই শ্রীলঙ্কায় এসেছে বাংলাদেশ।

টেস্ট মিশনে নামার আগের দিন মঙ্গলবার ভিডিও কনফারেন্সে মুমিনুল বলেন, ‘চাপ যদি বলেন আমরা কোনো চাপে নেই।  আমরা এখানে ম্যাচ জেতার জন্য আসছি। আমরা পুরোপুরি চেষ্টা করবো ম্যাচ জেতার জন্য। শ্রীলঙ্কা অবশ্য খুব ভালো অবস্থানে আছে, আমরা সর্বশেষ দুটা টেস্ট ভালো খেলতে পারিনি। ক্রিকেট অতীত বলতে কিছু নেই, আগে কী হয়েছে এগুলা চিন্তা ভাবনা করেও লাভ নেই।’

এরআগে গত ১২ এপ্রিল দুই ম্যাচের টেস্ট সিরিজে অংশ নিতে শ্রীলঙ্কায় পা রাখে বাংলাদেশ দল। এরপর সেখানে তিনদিন রুম কোয়ারেন্টাইনের পর মাঠের অনুশীলনে ফেরেন মুমিনুল-মুশফিকরা। নিজেদের মধ্যে দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচও খেলেন লাল সবুজের প্রতিনিধিরা। এবার নামছেন মূল লড়াইয়ে। তার আগে জেতার আশা ব্যক্ত করেন মুমিনুল, ‘আশার তো কোনো শেষ নাই, আশা তো সবসময়ই থাকতে হবে। আমরা তো এখানে অংশগ্রহণ করতে আসিনি, আপনি যদি এটার জন্য আসেন আমার কাছে মনে হয় তাহলে না খেলাই ভালো।’

বাংলাদেশ টেস্ট অধিনায়ক আরও বলেন, ‘আপনি যেখানেই যান যতই খারাপ পরিস্থিতির মধ্যে পরেন বা যতই খারাপ খেলেন না কেন, পরবর্তীতে চেষ্টা করবেন আর জেতার জন্য ওই আশাটা থাকতে হবে। ওই স্পৃহাটা থাকতে হবে। আর ওইটাকে নিয়েই আমরা মাঠে নামব’

সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে আগামী ২৯ এপ্রিল শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ।

সর্বশেষ সংবাদ

ঢাকা মেডিকেল থেকে ভুয়া নারী চিকিৎসক আটক

ঢাকা মেডিকেল থেকে পাপিয়া আক্তার স্বর্ণা নামে এক ভুয়া নারী চিকিৎসকে আটক করেছে আনসার সদস্যরা। রোববার (১৭ নভেম্বর) সকালে...

এই বিভাগের অন্যান্য সংবাদ