spot_img

অবশেষে নাভালনিকে হাসপাতালে স্থানান্তর

অবশ্যই পরুন

অবশেষে হাসপাতালে স্থানান্তর করা হয়েছে রাশিয়ার বিরোধী নেতা অ্যালেক্সেই নাভালনিকে। প্রায় ২০ দিন ধরে অনশনে থাকায় তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছিল। নাভালনির চিকিৎসক জানিয়েছিলেন, তিনি যে কোনো সময় মারা যেতে পারেন। এরপর যুক্তরাষ্ট্র হুঁশিয়ারি দিয়েছিল, নাভালনির কিছু হলে রাশিয়াকে শাস্তি পেতে হবে। জানা গেছে, তার অবস্থা সন্তোষজনক।

এদিকে, তার চিকিৎসা নিয়ে রাশিয়ার সঙ্গে ব্যাপক কূটনৈতিক অস্থিরতাও তৈরি হয়েছে ইউরোপ-আমেরিকার। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) হুমকি দিয়েছে, নাভালনির কিছু হলে পুরো দায় পুতিন প্রশাসনকে নিতে হবে।

যুক্তরাষ্ট্র বলেছে, কারাগারে নাভালনির মৃত্যু হলে কঠোর পরিণতি ভোগ করতে হবে রাশিয়াকে।

উল্লেখ্য, গত আগস্টে বিমানে থাকা অবস্থায় হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন দুর্নীতিবিরোধী আন্দোলনের মাধ্যমে আলোচনায় আসা নাভালনি। পরে চিকিৎসার জন্য তাঁকে জার্মানিতে নেওয়া হয়।

জার্মান গবেষকরা জানান, তাঁর শরীরে ‘নোভিচক’ (এক ধরনের বিষাক্ত রাসায়নিক) পাওয়া গেছে।

নাভালনি অভিযোগ করেন, তাঁর শরীরে বিষ প্রয়োগে পুতিনের হাত রয়েছে।
সূত্র : সিএনএন ও রয়টার্স

সর্বশেষ সংবাদ

অলরাউন্ডার মঈন আলী এখন ‘ডক্টর’

ইংলিশ অলরাউন্ডার মঈন আলীর খ্যাতি বিশ্বজুড়ে। আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের নিয়মিত মুখ ছিলেন তিনি। মাঠের পাশাপাশি ব্যক্তিগত জীবনেও...

এই বিভাগের অন্যান্য সংবাদ