spot_img

ইফতারে রাখুন বেলের শরবত

অবশ্যই পরুন

গরমে শরীর থেকে প্রচুর পরিমাণে ঘাম ঝরে আর রোজা থাকার কারণে পানিও খাওয়া হয় না। তাই ইফতারের সময় বেশি পরিমাণে ঠাণ্ডা পানিয় খাওয়া আবশ্যক। তাই গরমে ইফতারে খেতে পারেন বেলের শরবত। এটি পেটের সমস্যায় ও খাবার হজমে সাহায্য করে।

চলুন তবে জেনে নেয়া যাক এই শরবত তৈরির রেসিপিটি-

উপকরণ

পাকা বেল- ১টি

দুধ- ১ কাপ

চিনি- পরিমাণমতো

লেবু- ১  টি

বরফ কুচি, পানি- পরিমাণমতো।

প্রণালী

বেলের ভেতরের অংশ বের করে কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখুন। এরপর ভেজানো বেল হাত দিয়ে চট্কে চালনিতে ছেঁকে নিন। এবার এতে অন্যান্য উপকরণ দিয়ে ব্লেন্ডারে ভালোভাবে ব্লেন্ড করে নিন। ব্যস তৈরি হয়ে গেলো মজাদার বেলের শরবত। এবার গ্লাসে ঢেলে বরফ কুচি দিয়ে পরিবেশন করুন।  

সর্বশেষ সংবাদ

নেইমারের ৫টি ব্যালন ডি’অর জেতা উচিত ছিল : বুফন

দীর্ঘ ক্যারিয়ারে প্রতিপক্ষের সবচেয়ে কঠিন ফুটবলার হিসেবে মেসি, রোনালদো নয়, বরং নেইমারকে বেছে নিয়েছেন ইতালি ও ইউভেন্তুসের কিংবদন্তি গোলরক্ষক...

এই বিভাগের অন্যান্য সংবাদ