spot_img

মালয়েশিয়া থেকে নিজ দেশে ফিরছেন ৭২ হাজারেরও বেশি অভিবাসী

অবশ্যই পরুন

সাধারণ ক্ষমার (রিক্যালিব্রেসি) আওতায় ৭২ হাজারেরও বেশি অবৈধ অভিবাসী মালয়েশিয়া থেকে নিজ নিজ দেশে ফিরছেন। এমনটিই জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি হামজাহ জয়নুদিন।

স্থানীয় সময় সোমবার (১৯ এপ্রিল) এক বিবৃতিতে তিনি সাংবাদিকদের জানিয়েছেন, সরকারের সাধারণ ক্ষমা কর্মসূচিতে ১ লাখ ৪৫ হাজারের বেশি অনিবন্ধিত অভিবাসী অংশ নিয়েছেন। এদের মধ্যে ৭২ হাজার ৩২৪ জন তাদের নিজ নিজ দেশে ফিরে যেতে সিদ্ধান্ত নিয়েছেন। এছাড়াও বৈধ হতে নিবন্ধন করেছেন ৭২ হাজার ৫০৬ জন।

‘অনিবন্ধিত যেসব অভিবাসী নিজ দেশে ফিরে যেতে বা মালয়েশিয়ায় বৈধতা নিয়ে কাজ চালিয়ে যেতে চায় তাদের কাছ থেকে ৩৫.১ মিলিয়ন রিঙ্গিত সংগ্রহ করেছে সংশ্লিষ্ট বিভাগ।’

ওই বিবৃতিতে দাতুক সেরি হামজাহ জয়নুদিন বলেন, ‘এটা নয় যে আমরা অভিবাসীদের তাড়া করতে চাই বা আমরা তাদের মালয়েশিয়ায় থাকতে দেই না। আমরা চাই যে তারা এখানে বৈধ কাগজপত্র নিয়ে কাজ করবে

এছাড়া চলমান কোভিড-১৯ টিকাদান কর্মসূচি সফল করতে অনিবন্ধিত অভিবাসীসহ সব বিদেশিদের প্রতি তিনি আহ্বান জানিয়েছেন। তিনি আত্মবিশ্বাসী যে কর্মীরা পুনরুদ্ধার কর্মসূচিতে অংশ নিয়ে তাদের কাছ থেকে প্রাপ্ত উৎসাহজনক প্রতিক্রিয়া তুলে ধরে অভিবাসীরা এই ভ্যাকসিনের জন্য নিবন্ধন করবেন।

হামজাহ যোগ করেন, মালয়েশিয়ার ৭০ শতাংশের বেশি জনগোষ্ঠীর বৈধ কাগজপত্র রয়েছে। এমন বিদেশি যারা টিকা গ্রহণকারী হিসেবে নিবন্ধিত হয়েছেন তা নিশ্চিত করতে অভিবাসন বিভাগের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।

সর্বশেষ সংবাদ

মানসিক সমস্যায় ভুগছেন এমবাপ্পে!

ছোট থেকে স্বপ্ন দেখতেন, একদিন রিয়াল মাদ্রিদের জার্সিতে খেলবেন। স্বপ্ন এখন বাস্তব। কিলিয়ান এমবাপ্পে রিয়ালের হয়ে গত অগাস্ট থেকেই...

এই বিভাগের অন্যান্য সংবাদ