কিছুদিন আগেই দুর্নীতির দায়ে আট বছরের জন্য নিষিদ্ধ হন জিম্বাবুয়ের সাবেক তারকা ক্রিকেটার হিথ স্ট্রিক। এবার একই অভিযোগে সব ধরনের ক্রিকেট থেকে আট বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন সাবেক শ্রীলঙ্কান অলরাউন্ডার দিলহারা লোকুহেত্তিগে।
দুর্নীতি বিরোধী তিনটি ধারা ভঙ্গের দায়ে তাকে এই শাস্তি দিয়েছে বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রণ সংস্থা। ২০১৯ সালের ৩ এপ্রিল থেকে প্রাথমিকভাবে নিষিদ্ধ থাকায় দিলহারার শাস্তির মেয়াদ শুরু হবে ওই সময় থেকে।
আইসিসির ইন্টেগ্রিটি ইউনিটের জেনারেল ম্যানেজার অ্যালেক্স মার্শাল বলেন, ‘শ্রীলঙ্কার হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে প্রতিনিধিত্ব করা দিলহারা বেশ কয়েকটি দুর্নীতি বিরোধী শিক্ষা সেশনে ছিলেন এবং তিনি জানতেন তার কার্যকলাপ দুর্নীতি বিরোধী বিধির লঙ্ঘন।’
২০১৭ সালে সংযুক্ত আরব আমিরাতের একটি টি-টোয়েন্টি টুর্নামেন্টে একটি লঙ্কান দলের হয়ে তার বিরুদ্ধে ম্যাচ পাতানোর অভিযোগ আনা হয়। এই বিষয়ে ২০১৯ সালের নভেম্বর থেকে তদন্ত শুরু করে আইসিসি।
ডানহাতি ফাস্ট বোলার ও লোয়ার অর্ডার এই ব্যাটসম্যান দেশের হয়ে ৯ ওয়ানডে ও দুইটি টি-টোয়েন্টিতে মাঠে নেমেছেন। ২০১৬ সালের সেপ্টেম্বরে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন তিনি।